পাশেই কাঁসর-ঘণ্টা বাজিয়ে মুখ্যমন্ত্রীর ঢাকের তালে তাল দিলেন অরূপ বিশ্বাস। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমও। বুধবার নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই ঢাক বাজাতে দেখা যায় তাঁকে। কাঁধে ঢাক তুলে নিয়ে বোল তুলতেও দেখা যায়।
আরও পড়ুন: বোলপুরে বেসরকারি ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, এখানে রয়েছে অনুব্রত মণ্ডলের অ্যাকাউন্ট!
advertisement
এদিন অরূপ বিশ্বাসের সঙ্গে কাঁসর-ঘণ্টা বাজাতে দেখা যায় রাসবিহারীর বিধায়ক দেবাশীষ কুমারকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ঢাক বাজান মেয়র ফিরহাদ হাকিমও। মুখ্যমন্ত্রীকে এভাবে ঢাক বাজাতে দেখে উপস্থিত জনতা হতবাক হয়ে যান আবার খুশিও হন সকলেই। কাঁচি হাতে ফিতে কেটে নয়, বরং ঢাক বাজিয়ে এমন অভিনব উদ্বোধন দেখে উচ্ছ্বসিত হন দর্শক।
আরও পড়ুন: পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
দীর্ঘ দিন ধরেই সুরুচি সঙ্ঘের পুজো উদ্বোধন করছেন মমতা। এই পুজোর জন্য 'থিম সং'-ও গেয়েছেন তিনি। তবে এ বারই প্রথম পুজো উদ্বোধনে সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পুজো প্রাঙ্গণ থেকেই পুজোর সময় মহিলাদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। জানান, মহিলাদের নিরাপত্তা রক্ষায় পুজোর সময় কলকাতা পুলিশের বিশেষ মহিলা বাহিনী ‘উইনার্স’ সদা প্রহরায় থাকবে।
