TRENDING:

Mamata Banerjee: 'অভিষেকের সঙ্গে রাত ৩টে অবধি ফোনে কথা হয়েছে', গণনার রাতে রাতজাগার আসল কারণ জানালেন মমতা

Last Updated:

Mamata Banerjee Abhishek Banerjee: দু-মাস ধরে রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েত নির্বাচনে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড়। নির্বাচনের ফল পরিষ্কার হওয়ার পরই সাংবাদিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনা ও ভোট পরবর্তী হিংসা এড়াতে রাজ্য প্রশাসন সজাগ বলে দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতেও দীর্ঘ সময় ভোট গণনায় যাতে কোনও হিংসা না হয় তার জন্য সজাগ থেকেছে তৃণমূল কংগ্রেসও, নবান্নে জানান মুখ্যমন্ত্রী।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সারারাত জেগে ছিলাম। অভিষেকের সাথে আমার রাত তিনটে অবধি কথা হয়েছে। তারপর অভিষেক আমায় বলল, দিদি তুমি এবার ঘুমোতে যাও। আমি বাকিটা দেখছি।’ ভোট গণনায় হিংসা ও লুঠের আশঙ্কা এবং ভোটকে শান্তিপূর্ণ করতেই এই উদ্যোগ বলে জানান মমতা। এমনকী পুলিশ প্রশাসনের পাশাপাশি মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীও রাতে সজাগ ছিলেন বলে মন্তব্য মমতার।

advertisement

আরও পড়ুন: জিতেও মার খেল তৃণমূল, কারা মারল? দাঁতনে বিরাট গণ্ডগোল!

এরই সঙ্গে দু-মাস ধরে রাজ্যজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘নবজোয়ার করে ঘরে ঘরে, মানুষের কী চাই, কী প্রয়োজন তা জানা হয়েছে। নবজোয়ারে যারা ছিলেন, তারা ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছেন। যেটুকু ঘটেছে তা যেন আগামী দিনে না ঘটে সেটা দেখব। ওরা প্রথম থেকেই ভোট চাইছিল না। তিন মাস পিছিয়ে গেল ভোট।’

advertisement

আরও পড়ুন: সবুজে ঘেরা জলপাইগুড়ির জেলা পরিষদ ফের সবুজ, নজরে নতুন শাসক ‘সুন্দরী’!

ভোট হিংসায় নিহতদের প্রতি এদিন সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যাঁরা মারা গিয়েছেন, তাঁদের জন্য আমি দুঃখিত। যেখানে যেখানে এই গণ্ডগোল হয়, ইতিহাস দেখুন সেখানে বরাবর হয়। ডোমকল, ভাঙড় আমরা তো জিতিনি। বিরোধীরা জিতেছে। দু লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ১৯ জনের পরিবারকে। সঙ্গে হোমগার্ড চাকরি দেব। মৃতরা পরিস্থিতির শিকার। পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি৷ যারা অপরাধী ব্যবস্থা নিন।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

আবীর ঘোষাল

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: 'অভিষেকের সঙ্গে রাত ৩টে অবধি ফোনে কথা হয়েছে', গণনার রাতে রাতজাগার আসল কারণ জানালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল