আরও পড়ুন: কোভিড আবহে কীভাবে খোলা হবে স্কুল? কীভাবে হবে ক্লাস? কী থাকছে গাইডলাইনে...
মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee On Govt Holidays) ঘোষণা করেছেন, এবার ছট পুজোর ছুটির দিন একটু পরিবর্তন হচ্ছে। ছটপুজো (Mamata Banerjee On Chhath Puja) উপলক্ষে ৯ ও ১০ নভেম্বর ছুটি ঘোষণা করা হয়েছিল। তা পরিবর্তিত হয়ে ১০ ও ১১ নভেম্বর ছুটি থাকছে। গত তিন বছর ধরে ছটপুজোয় দুদিন ছুটি (Chhath Puja 2021) দেওয়া হচ্ছে। এবারও তার অন্যথা হচ্ছে না। শুধু দিন পরিবর্তন হচ্ছে। একদিন করে পিছিয়ে যাচ্ছে ছুটির দিন(Mamata Banerjee On Govt Holidays)।
advertisement
আরও পড়ুন: বিপদমুক্ত নন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়! আজ বসছে ৬ সদস্যের মেডিকেল বোর্ড...
প্রসঙ্গত, আগে ছট পুজোয় শুধু ছুটি (Chhath Puja 2021) পেতেন যাঁরা পুজো করতেন তাঁরাই। এখন রাজ্য সরকারের সমস্ত কর্মীরাই ছটপুজোর (Chhath Puja 2021) ছুটি পান। ছটপুজোর জন্য কেএমডিএ বৈঠক ডেকেছে। সেই বৈঠকে পুলিশ, পুরসভার কর্তা-ব্যক্তিরা উপস্থিত থাকার কথা। তার আগে অর্থ দফতররে তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ ও ১১ নভেম্বর ছুটি থাকবে। নবান্নের তরফে আগেই জানানো হয়, ১০ নভেম্বর ছটপুজোর দিন ছুটি পাবেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা(Mamata Banerjee On Govt Holidays)। এবার মুখ্যমন্ত্রী নিজে সাংবাদিক বৈঠকে এই খবরে সিলমোহর দিলেন।
আরও পড়ুন: পুজো মিটতেই বাড়ছে করোনা, যে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা
পাশাপাশি কালীপুজো (Kalipuja 2021) নিয়েও বেশ কয়েকটি বিষয়ে কড়াকড়ির কথা বলেন এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিনি বলেন পুজোর সময় কোনও সরকারি গাড়ি ও পুলিশের গাড়ির অপব্যবহার যাতে না হয় সেদিকে নজর রাখবে প্রশাসন। তাঁর কথায়, "সরকারি ক্ষমতার মিস ইউজ করেঅনেকে লাল আলো লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেসব বন্ধ করতে হবে।" এই নিয়ে প্রশাসনিক কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee On Govt Holidays)।
এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, "কালীপুজোতে আনন্দ থাকলেও আমরা সকলেই যেন পলিউশন কন্ট্রোল বোর্ড-এর নিয়ম মেনেই বাজি বাজার করি। গ্রীন ক্র্যাকার ব্যবহারে আমরা অনুমতি দিচ্ছি। তবে এ ক্ষেত্রে পলিউশন কন্ট্রোল বোর্ডের নিয়মাবলী মেনে চলতে হবে রাজ্যবাসীকে।"