WB School Reopening: কোভিড আবহে কীভাবে খোলা হবে স্কুল? কীভাবে হবে ক্লাস? কী থাকছে গাইডলাইনে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
WB School Reopening: গাইডলাইন (School Reopening Guideline) প্রস্তুত করতে আজই বৈঠকে বসছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
গত প্রায় দু'বছর বন্ধ থাকার পর কোভিড পরবর্তী পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বর থেকেই রাজ্যে খুলতে চলেছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি। তার আগে এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন প্রস্তুতি পর্ব। স্কুল খোলার আগেই যাবতীয় নয়া বিধি সুনিশ্চিত করে অবিলম্বে গাইডলাইন প্রস্তুত করে স্কুল গুলিকে পাঠানোর নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
advertisement
advertisement
advertisement
গতকাল রাতে স্কুল শিক্ষা দফতরের তরফে দুই বোর্ড সভাপতিকে ফোন করা হয়। গাইডলাইন প্রস্তুত করতে আজই বৈঠকে বসছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নবম দশম এর জন্য মধ্যশিক্ষা পর্ষদ আলাদা করে গাইডলাইন দেবে বলে সূত্রের খবর। অন্যদিকে একাদশ-দ্বাদশের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলাদা করে গাইড লাইন দেবে।
advertisement
গতকাল রাতে স্কুল শিক্ষা দফতরের তরফে দুই বোর্ড সভাপতিকে ফোন করা হয়। গাইডলাইন প্রস্তুত করতে আজই বৈঠকে বসছে মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নবম দশম এর জন্য মধ্যশিক্ষা পর্ষদ আলাদা করে গাইডলাইন দেবে বলে সূত্রের খবর। অন্যদিকে একাদশ-দ্বাদশের জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আলাদা করে গাইড লাইন দেবে।
advertisement
advertisement
মুখ্য সচিবের কাছে গতকাল রাতেই স্কুল শিক্ষা দফতরের তরফে পাঠানো হয় খসড়া বিধি। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে পৃথক পৃথক করে ছবিটি পাঠানো হল মুখ্য সচিবকে। স্কুলের পাহ্সাপাশি খুলছে কলেজ ও বিশ্ববিদ্যালয়ও। তবে বিশ্ববিদ্যালয়গুলির হোস্টেল খোলা হবে নাকি তা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি সিদ্ধান্ত নেবে। খসড়া বিধিতে এমনটাই উল্লেখ করা হয়েছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত, : স্কুল কী ভাবে খোলা হবে (Schools to reopen in Bengal), তা নিয়ে কার্যত এক প্রকার প্রস্তুতি নিয়ে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। সূত্রের খবর একই সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব ছাত্র ছাত্রীদের আনতে চাইছে না রাজ্য সরকার। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে এক একটি ক্লাসের ছাত্র ছাত্রীদের জন্য একটি সময় নির্দিষ্ট করে দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে প্রত্যেকটি স্কুলে একই সঙ্গে একাধিক ছাত্র-ছাত্রীর জমায়েত হওয়ার সম্ভাবনা থাকবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
৫) ইতিমধ্যেই ক্লাসরুম গুলি মেরামত-সহ স্যানিটাইজেশন এর কাজ শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা করনা বিধি মানছে না কি সেই বিষয়েও নজরদারির জন্য প্রত্যেকটি স্কুলে দায়িত্ব দেওয়া হবে একটি নির্দিষ্ট সংখ্যক শিক্ষক-শিক্ষিকাদের। সব মিলিয়ে আপাত পাবে এই নিয়মে স্কুল চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদিও এই প্রস্তাবে চূড়ান্ত সীলমোহর দেবেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর চলতি সপ্তাহের শেষে মুখ্য সচিব এই বিষয় নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে একটি বৈঠক করতে পারেন। -সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement