Kolkata Micro Containment Zone| Latest Bengali News: পুজো মিটতেই বাড়ছে করোনা, যে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
Kolkata Micro Containment Zone| Latest Bengali News: যে হারে পজিটিভিটি রেট উত্তরোত্তর বাড়ছে, কী ভাবে কলকাতার পরিস্থিতি মোকাবিলা করবে কলকাতা পুরসভা?
#কলকাতা: পুজো মিটেছে। চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে দিয়েই রাজ্যে হু হু করে বাড়ছে করোনা। আর সংক্রমনের তালিকায় শীর্ষেই রয়েছে কলকাতার অবস্থান। পরিস্থিতি সামাল দিতে তৎপর প্রশাসন জেলাগুলিতে কনটেইনমেন্ট (Covid Containment Zone) জোন তৈরি করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই হুগলি জেলার উত্তরপাড়ায় সাতটি ওয়ার্ডকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু যে হারে পজিটিভিটি রেট উত্তরোত্তর বাড়ছে, কী ভাবে কলকাতার পরিস্থিতি মোকাবিলা করবে কলকাতা পুরসভা (KMC)?
সূত্রের খবর, এখনই কলকাতা পুরসভা কনটেইনমেন্ট জোন করতে চাইছে না। বরং ছোট ছোট কনটেইনমেন্ট পকেট বা মাইক্রো কনটেইনমেন্ট জোন(Kolkata Micro Containment Zone) করে লড়াইয়ের কথা ভাবছে কলকাতা পুরসভা।
সোমবার বৈঠকে বসেন পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্তারা। ঠিক হয়, বিশেষ ভাবে নজর দারি চালানো হবে পাঁচটি বরোতে। ফিরহাদ হাকিম বলেন, "করোনা হচ্ছে ছড়িয়ে-ছিটিয়ে হয়তো কোনও একটি আবাসনে একজনই করোনা রোগী রয়েছে। সে ক্ষেত্রে গোটা এলাকাটা কনটেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা অসুবিধা। সে ক্ষেত্রে মাইক্রোকন্টেইনমেন্ট জোন করা যেতে পারে।"
advertisement
advertisement
কলকাতা-সংলগ্ন বিধাননগরেও বাড়ছে সংক্রমণ। এখানে ১৪টি মাইক্রোকন্টেইনমেন্ট জোন ঘোষনা করার কথা ভাবছে প্রশাসন। দক্ষিণ ২৪ পরগণা, দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের চিন্তা বাড়াচ্ছে করোনা। চিন্তা রয়েছে লেকটাউন বাঙ্গুরের মতো এলাকাগুলির জন্য। এই এলাকায় ব্যারিকেড দিয়ে ঘিরেছে প্রশাসন। উত্তর ২৪ পরগনায় মাইক্রো কন্ট্রোল করতে হয়েছে ৫৬টি জায়গায়। এরমধ্যে পুরসভা এলাকায় ৪১ টি, পঞ্চায়েত এলাকা ১৫টি।
advertisement
জেলাগুলির মধ্যে চিন্তায় ফেলেছে মুর্শিদাবাদ। ৩০টি কনটেইনমেন্ট জোন করতে হচ্ছে এই জেলায়। মাস্ক না পড়ার অভিযোগে কড়া ব্যবস্থা নিতে চাইছে প্রশাসন। জোরদার করা হচ্ছে নাইট কারফিউ ব্যবস্থাও। কলকাতা পুলিশ ফের জোর দিচ্ছে নাকা চেকিংয়ে।
Location :
First Published :
October 26, 2021 11:31 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kolkata Micro Containment Zone| Latest Bengali News: পুজো মিটতেই বাড়ছে করোনা, যে ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা