প্রসঙ্গত, গত বছর এই জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে লুকিয়ে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা তুলে দিয়েছিলেন কালীঘাট থানার পুলিশের হাতে। ঘটনার পর মুখ্যমন্ত্রীর বাড়ির আশপাশে নিরাপত্তা আরও জোরদার করা হয়। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের ঘটনায় অভিযুক্ত হাফিজুল মোল্লাকে দোষী সাব্যস্তও করে আদালত।
আরও পড়ুন: শুক্রের পূর্বাভাস বৃহস্পতিতেই দিলেন সায়নী ঘোষ, ২১ জুলাই অপেক্ষায় বড় কোনও চমক?
advertisement
২০২২ সালের জুলাই মাসে রাতের অন্ধকারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়েছিল সে। মুখ্যমন্ত্রীর বাড়ির কনফারেন্স হলের পিছনের দিকে রাতভর ঘাপটি মেরে লুকিয়ে ছিল হাফিজুল। হাতে ছিল একটি রড জাতীয় বস্তু। পরে নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে যায় হাফিজুল। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তা বলয় এড়িয়ে ঢুকে পড়া সেই হাফিজুলকে এবার দোষী সাব্যস্ত করে আলিপুর আদালত। ভারতীয় দণ্ডবিধির ৪৫৮ ধারায় (আক্রমণের প্রস্তুতি নিয়ে অন্যায়ভাবে রাতের বেলা বাড়িতে ঢুকে পড়া) দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। আদালত হাফিজুলের ১ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের ২১ জুলাই, বিপাকে ২০ পরিযায়ী শ্রমিক! ঘটনা জানলে আকাশ থেকে পড়বেন
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হাফিজুল ঢুকে পড়ার পর থেকে আরও তৎপরতা বাড়িয়েছিল পুলিশ। ওই ঘটনার পরে কালীঘাট চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল পুলিশের তরফে। কিন্তু এরই মধ্যে তৃণমূলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ২১ জুলাই ফের ভুয়ো পরিচয় দিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করল এক যুবক। কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা হবে বলে সূত্রের খবর।