TRENDING:

Mamata Banerjee Attacks BJP in Assembly: 'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা

Last Updated:

এ দিন বিধানসভায় শপথ নেন খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুরে জয়ী চার তৃণমূল বিধায়ক ()৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বিধানসভায় শপথ নিলেন উপনির্বাচনে জয়ী হওয়া নতুন চার বিধায়ক৷ অথচ সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিল না বিজেপি৷ যে কারণে বিজেপি-কে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Attacks BJP in Assembly)৷ বিজেপি-কে নিশানা করে তাঁর অভিযোগ, 'এত বাজে বকে কাজের কাজ কিছু করে না৷ বিরোধীরা কখন আসে কখন যায় নিজেরাই জানে না৷'
বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপি-র৷
বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট বিজেপি-র৷
advertisement

এ দিন বিধানসভায় শপথ নেন খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুরে জয়ী চার তৃণমূল বিধায়ক (BJP Boycots Oath Taking Ceremony in West Bengal Assembly)৷ বিধানসভার রীতি মেনে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ই জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করান৷ যদিও কয়েকদিন আগে রাজ্যপাল নিজেই মুখ্যমন্ত্রী সহ নতুন তিন বিধায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন৷ স্পিকারকে শপথ বাক্য পাঠ করাতে দেওয়ার জন্য রাজ্যপালকে ধন্যবাদও জানান মুখ্যমন্ত্রী (Mamata Banerjee at Assembly)৷

advertisement

আরও পড়ুন: আলাপনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক! ধৃত আরও দুই, তদন্তে নেমে তাজ্জব পুলিশ

মুখ্যমন্ত্রী বলেন, 'বিধানসভার পরম্পরা নিয়ে কোন রকম অসৌজন্যমূলক আচরণ কখনওই হওয়া উচিত নয়৷ স্পিকার বলিষ্ঠ মানুষ, তিনি আইন সম্পর্কে যথেষ্ট অবগত৷ স্পিকার থাকাকালীন ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিয়ে মনোমালিন্যের চেষ্টা ঠিক নয়৷ শুভবুদ্ধির উদয় হয়েছে এতে আমরা খুশি৷ কয়েকদিন আগে সময় ছিল না বলে আমরা শপথ নিয়ে নিয়েছিলাম৷ কিন্তু স্পিকারের কাজ স্পিকার করবে, কী হয়েছে? সব কিছু যদি আমিই করি অন্যরা কী করবে?'

advertisement

আরও পড়ুন: বিনিয়োগ টানতে বিদেশে যাওয়ার প্রস্তাব দিলেন মমতা, সাদরে গ্রহণ করলেন ধনখড়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও বিধানসভা বয়কট করার ব্যাখ্যা দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ তাঁর অভিযোগ, রাজ্য জুড়ে ছট পুজো উদযাপনের প্রস্তুতি চলছে৷ তার মধ্যেই বিধানসভার অধিবেশন ডাকায় মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে৷ তাই এখন বিধানসভার অধিবেশনের বিপক্ষে ছিল বিজেপি৷ তা সত্ত্বেও অধিবেশন ডাকায় তার প্রতিবাদেই বিজেপি বিধায়করা বিধানসভায় গিয়েও অধিবেশনে হাজির থাকছেন না বলেও দাবি করেছেন সুকান্ত মজুমদার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee Attacks BJP in Assembly: 'বাজে বকে, কাজ করে না!' বিধায়কদের শপথ বয়কট বিজেপি-র, তীব্র কটাক্ষ করলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল