Alapan Bandopadhyay Threat Letter: আলাপনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন চিকিৎসক! ধৃত আরও দুই, তদন্তে নেমে তাজ্জব পুলিশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কয়েকদিন আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠানো হয় (Alapan Bandopadhyay Threat Letter)৷
#কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে হুমকি চিঠি পাঠানোর অভিযোগে এক চিকিৎসক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ (Alapan Bandopadhyay Threat Letter)৷ ধৃত চিকিৎসকের নাম অনুপম সেন৷ তিনি যাদবপুরের কেপিসি মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত৷ এর পাশাপাশি ওই চিকিৎসকের গাড়ির চালক রমেশ সাউ এবং বিজয়কুমার কয়ালকেও গ্রেফতার করেছে পুলিশ৷
কয়েকদিন আগেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশের হুমকি দিয়ে তাঁর স্ত্রী সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠানো হয়৷ গত ২৬ অক্টোবর রাতে এই মর্মে আহমার্স্ট স্ট্রিট থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়৷ চিঠিটি পাঠানো হয়েছিল গৌরহরি মিশ্রের নামে৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, চিঠিটি পাঠানো হয়েছিল শরৎ বোস রোডের একটি পোস্ট অফিস থেকে৷ সেই পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করে পুলিশ জানতে পারে, এই চিঠি পাঠানোর নেপথ্যে রয়েছেন অরিন্দম সেন নামে এক চিকিৎসক৷ যদিও তদন্ত করতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে৷
advertisement
advertisement
পুলিশ জানতে পারে, একা আলাপন বন্দ্যোপাধ্যায় নয়, গত ২৫ অক্টোবর শরৎ বোস রোডের ওই পোস্ট অফিস থেকে একসঙ্গে সাতজনকে হুমকি চিঠি পাঠিয়েছিলেন ধৃত চিকিৎসক৷ যাঁদের হুমকি চিঠি পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে রয়েছেন এনআরএস হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল, ডিরেক্টর মেডিক্যাল এডুকেশনের মতো পদাধিকারীরাও৷
advertisement
পুলিশ জানতে পেরেছে, অনুপম সেন নামে ওই চিকিৎসকের নির্দেশে তাঁর গাড়ির চালক টাইপিস্ট বিজয়কুমার কয়ালকে দিয়ে চিঠি লেখাতেন৷ তার পর সেই চিঠি পোস্ট করা হত৷ গত দু' বছর ধরে ওই চিকিৎসক এভাবেই বেনামে বহু মানুষকে হুমকি চিঠি পাঠিয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা৷ যাঁদের চিঠি পাঠানো হত, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত বলেও তদন্তে উঠে এসেছে৷
advertisement
ধৃত চিকিৎসককে প্রাথমিক জেরা করে পুলিশের অনুমান, মানসিক সমস্যা থেকেই এমন হুমকি চিঠি পাঠাতেন তিনি৷ এতদিন বিষয়টি নিয়ে হইচই না হলেও আলাপন বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠানোর পরই বিষয়টি প্রকাশ্যে চলে আসে৷
পুলিশ সূত্রে খবর, রাজাবাজার সায়েন্স কলেজের ল্যাব কর্মী গৌরহরি মিশ্রের নামে এই চিঠি পাঠানো হয়েছিল৷ গৌরহরি সম্ভবত অভিযুক্ত অনুপম সেনের প্রতিবেশী৷ গৌরহরি এবং তাঁর পরিবারের উপরে কোনও আক্রোশ থেকেই তাঁর নামে চিঠি পাঠানো হয়েছিল বলে অনুমান পুলিশের৷ যদিও শুধুই মানসিক সমস্যা, নাকি চিকিৎসকের এই হুমকি চিঠি পাঠানোর পিছনে অন্য কোনও অভিসন্ধিও কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ ধৃত তিনজনকেই আজ আদালতে তুলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ ধৃত চিকিৎসকের মানসিক চিকিৎসার কোনও রেকর্ড রয়েছে কি না, সেই সমস্ত তথ্যও খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ কর্মক্ষেত্রে তাঁর সহকর্মীদের সঙ্গেও কথা বলবে পুলিশ৷
Location :
First Published :
November 09, 2021 9:03 AM IST