ডানকুনি শাখাতেও ১৬টি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ দক্ষিণ শাখাতেও বাতিল থাকছে ৬২টি লোকাল ট্রেন। সব মিলিয়ে মঙ্গলবার প্রচুর লোকাল ট্রেন বাতিল হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, তার বেশিরভাগই সকালের দিকের ট্রেন। রেল সূত্রে খবর, শিয়ালদহ মেইন শাখায় আপ-ডাউন মিলিয়ে ১০৫টি ট্রেন বাতিল থাকছে। শিয়ালদহ বনগাঁ শাখায় বাতিল করা হয়েছে ৩৩টি লোকাল ট্রেন।
advertisement
আরও পড়ুন: বারাসতের রাস্তায় দুপুরবেলা মহিলাকে ধাওয়া করে মারাত্মক কাণ্ড, সিসিটিভিতে ধরা পড়ল সব! দেখুন
আরও পড়ুন: বাড়িতে ফোন করে বাবা জানাল, ছেলেকে শ্বাসরোধ করে জমিতে পুঁতে রেখেছি! উস্তিতে মারাত্মক ঘটনা
হাসনাবাদ লাইনে দোলের দিন বাতিল থাকছে ১৭টি ট্রেন। ডানকুনি শাখায় দোলের দিন বাতিল করা হচ্ছে ১৬টি লোকাল ট্রেন। ৬২টি লোকাল ট্রেন বাতিল হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখা। এদিকে কৃষ্ণনগর-লালগোলা সেকশনে রেলের কাজের জন্য ৫ তারিখ বেশ কিছু ট্রেন বাতিল করা হচ্ছে ওই লাইনে। সেই তালিকায় রয়েছে 03193 আপ কলকাতা-লালগোলা, 31771 আপ রানাঘাট-লালগোলা, 31861 আপ কৃষ্ণনগর সিটি জংশন-লালগোলা, 31819 আপ শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন।
ডাউন লাইনেও 03194 লালগোলা-কলকাতা, 31772 লালগোলা-রানাঘাট, 31864 লালগোলা-কৃষ্ণনগর সিটি জংশন, 03192 লালগোলা-শিয়ালদহ এবং 31840 কৃষ্ণনগর সিটি জং-শিয়ালদহ বাতিল থাকছে। এর পাশাপাশি ৬ তারিখ আপ 03171 শিয়ালদহ-লালগোলাও বাতিল থাকছে। ট্রেনযাত্রীরা জেনে অবশ্যই সহ-যাত্রীদের জানান।