গতকাল রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, সন্ধে সাতটা পর্যন্ত পঞ্চাশ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে৷ রাজ্যের এই নির্দেশ নিয়ে একদিকে যেমন নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তেমন বিভ্রান্তিও ছড়ায়৷
আরও পড়ুন: আজ থেকে বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, লক্ষ লক্ষ পড়ুয়ার স্বার্থে বড় নির্দেশ শিক্ষা দফতরের
কারণ রাজ্যের এই নির্দেশ মানতে গিয়ে দুই নিয়ম চালু করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল৷ পূর্ব রেল জানিয়েছিল, সব স্টেশন থেকে সন্ধে সাতটায় ছাড়বে শেষ লোকাল৷ কিন্তু দক্ষিণ পূর্ব রেল সিদ্ধান্ত নেয়, তাদের শাখার সব লোকাল ট্রেনের যাত্রাই শেষ হবে সন্ধে সাতটা বা তার আগে৷
advertisement
আরও পড়ুন: দিল্লি বা মুম্বই থেকে ফিরছেন? দেখে নিন, বিধিনিষেধের মধ্যে কী নিয়ম চালু করছে কলকাতা বিমানবন্দর
এই নিয়ে এ দিন বিকেলে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভও শুরু হয়৷ তার কিছুক্ষণের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার৷ বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাত দশটায় শিয়ালদহ, হাওড়ার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে লোকাল ট্রেন৷
তবে রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি করা হলেও এ দিন সকাল থেকে সব লোকাল ট্রেনেই প্রতিদিনের মতো উপচে পড়া ভিড় চোখে পড়েছে৷ মানা হয়নি শারীরিক দূরত্ব বিধিও৷ তবুও দিনের শেষে ট্রেনের সংখ্যা বাড়ার খবর হাসি ফুটল নিত্যযাত্রীদের মুখে৷