হোম /খবর /চাকরি ও শিক্ষা /
বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল,লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় নির্দেশ দিল শিক্ষা দফতর

West Bengal School Education|| আজ থেকে বন্ধ প্রাইমারি-সেকেন্ডারি স্কুল, লক্ষ লক্ষ পড়ুয়ার স্বার্থে বড় নির্দেশ শিক্ষা দফতরের

লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় নির্দেশ দিল শিক্ষা দফতর। সংগৃহীত ছবি।

লক্ষ লক্ষ পড়ুয়ার জন্য বড় নির্দেশ দিল শিক্ষা দফতর। সংগৃহীত ছবি।

School Education Department takes big decision: কীভাবে ক্লাস হবে? এ বার তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। মোট পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: সোমবার থেকেই রাজ্যে স্কুল- কলেজ- বিশ্ববিদ্যালয় বন্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। কিন্তু কীভাবে ক্লাস হবে? এ বার তা নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করল রাজ্য স্কুল শিক্ষা দফতর। মোট পাঁচ দফা নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, সোমবার থেকে স্কুল বন্ধ করা নির্দেশিকা জারি করা হলেও অনলাইনে ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকাতে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বাড়ি যেতে শিক্ষক-শিক্ষিকারা যায় তাদের পঠন-পাঠন সংক্রান্ত পরিস্থিতি এবং তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য সেই বিষয় নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। যদিও তা বাধ্যতামূলক না করার বদলে শিক্ষক-শিক্ষিকাদের পরামর্শ হিসেবেই তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে দফতর।

পাশাপাশি, যে সমস্ত স্কুলের হস্টেলে রয়েছে সেই হস্টেলগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদি কোনও ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে না বের হতে পারেন বা অনেক দূরে থাকেন তাহলে তারা যদি হস্টেলে থেকে যান তাদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে। যদিও মিড ডে মিলের দেওয়ার প্রক্রিয়া চলবে। বই-খাতা স্কুল মারফত শুধুমাত্র অভিভাবক-অভিভাবিকাদের দেওয়া হবে। স্কুলগুলিতে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের ভ্যাক্সিনেশন চলবে।

আরও পড়ুন: করোনা আক্রান্ত শত শত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মী, কীভাবে হবে চিকিৎসা? রাজ্যের বৈঠকে যা উঠে এল...

প্রসঙ্গত, এর আগেও করোনা পরিস্থিতির জন্য স্কুল বন্ধ হওয়ার কারণে একাধিক পড়ুয়া স্কুলছুট হয়ে গিয়েছিল। তার জন্য বেশকিছু পরিকল্পনাও রাজ্য স্কুল শিক্ষা দফতরের ইতিমধ্যেই নিয়েছে। বিভিন্ন জেলায় শিক্ষক-শিক্ষিকারা, ছাত্র-ছাত্রীদের বাড়িতে যাচ্ছিলেন এমন ঘটনাও দেখা গিয়েছে। সেক্ষেত্রে এবা রে স্কুল বন্ধের কারণে যাতে ছাত্রছাত্রীরা স্কুলছুট না হয়ে যায় তার জন্যই ছাত্র-ছাত্রীদের বাড়িতে শিক্ষক-শিক্ষিকাদের যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি নির্দিষ্ট বাড়িতে ছাত্র-ছাত্রীদের গ্রুপ করে যাতে শিক্ষক-শিক্ষিকারা পঠন-পাঠনের সহযোগিতা করেন, সেই বিষয় উদ্যোগ নেওয়ার কথাই কার্যত বলা হচ্ছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লি বা মুম্বই থেকে ফিরছেন? দেখে নিন, বিধিনিষেধের মধ্যে কী নিয়ম চালু করছে কলকাতা বিমানবন্দর

প্রসঙ্গত, মার্চ মাসে মাধ্যমিক এবং এপ্রিল মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। ইতিমধ্যেই কত সিলেবাসে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সেই সিলেবাসের অনেকটাই অংশ শেষ করা সম্ভব হয়েছে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর। কারণ সম্প্রতি স্কুল খুলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে একাধিক ক্লাস করানো সম্ভব হয়েছে। এক্ষেত্রে নির্ধারিত সময়ে পরীক্ষা হলে তাতে খুব একটা অসুবিধা দেখছে না দুই বোর্ড। যদিও ফেব্রুয়ারি মাসে উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষা কীভাবে নেওয়া সম্ভব তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা। তার কারণ ইতিমধ্যেই স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশিকা জানিয়েছে রাজ্য।

স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল বন্ধ করার নির্দেশিকা ইতিমধ্যেই সিবিএসই, আইসিএসই বোর্ডেও জানানো হয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে দুই বোর্ডের কয়েকটি পরীক্ষা রয়েছে। সেক্ষেত্রে সেই পরীক্ষাগুলি কীভাবে হবে, তা সংশ্লিষ্ট বোর্ড সিদ্ধান্ত নেবে বলেই স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

Published by:Shubhagata Dey
First published:

Tags: Coronavirus, School Education Department