TRENDING:

Kunal Ghosh Partha Chatterjee: "আমি ভুল বললে, আমাকেও যেন...", পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের!

Last Updated:

Kunal Ghosh Partha Chatterjee: প্রথমে টালিগঞ্জ, তারপর বেলঘরিয়া। এস এস সি কাণ্ডে ইডির তল্লাশিতে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। অবিলম্বে মন্ত্রীত্ব ও দলের যাবতীয় পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা : অবিলম্বে মন্ত্রীত্ব ও দলের যাবতীয় পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সরানোর দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ এখানেই শেষে নয় কুণাল ঘোষ আরও একধাপ এগিয়ে বলেন, "তাঁর এই মন্তব্যের জন্যে, যদি মন্তব্য ভুল বলে মনে হয় তাহলে তাঁকেও তাঁর পদ থেকে দল সরাতে পারে৷ একইসঙ্গে অবশ্য কুণাল ঘোষের মন্তব্য এমন কিছু হলেও তিনি তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবেই কাজ করে যাবেন (Kunal Ghosh Partha Chatterjee)।
পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ
পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ
advertisement

প্রথমে টালিগঞ্জ, তারপর বেলঘরিয়া। এস এস সি কাণ্ডে ইডির তল্লাশিতে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। কেঁচো খুঁড়তে না খুঁড়তেই বেরিয়ে পড়ছে কেউটে। একুশ কোটির পর ফের উদ্ধার হয়েছে প্রায় আঠাশ কোটি নগদ টাকা। উদ্ধার সোনা-রূপা দলিলও। এই ঘটনা নিয়ে এবার বিস্ফোরক কুণাল ঘোষ। গতকালই এই নিয়ে সরব হন কুণাল (Kunal Ghosh)। ঠিক কী বলেন তিনি?

advertisement

advertisement

তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "নয় বছর আগে আমি যখন গ্রেফতার হয়েছিলাম। আমি তখন নিজের বিবেকের কাছে অত্যন্ত পরিষ্কার ছিলাম যে আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে। আমাকে থামাতে পুলিশ গাড়ি বাজাত। কথা বলতে পর্যন্ত পারতাম।" এখানেই পার্থ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তিনি। কুণাল বলেছেন, "পার্থ চট্টোপাধ্যায়ের সামনে সংবাদমাধ্যম মাইক ধরছে। কথা বলার সুযোগ দিচ্ছে। তিনি কাকে ফোন করেছেন বলতে পারছেন। কেন মন্ত্রিত্ব ছাড়ব না বলতে পারছেন (Kunal Ghosh Partha Chatterjee)।"

advertisement

আরও পড়ুন : উত্তরে কাঁপিয়ে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! পশ্চিমবঙ্গের আবহাওয়ার জরুরি আপডেট জানুন!

এই বক্তব্যের পরেই আবার আজ বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের। প্রয়োজনে এই মন্তব্যের জন্য দলের শীর্ষ নেতৃত্ব তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিলেও মন্তব্য থেকে সরছেন না বলেই এদিন আরও স্পষ্ট করেন কুণাল ঘোষ। পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে দল কী ব্যবস্থা নিতে চলেছে এই প্রশ্ন করা হলে অবশ্য নিশ্চয়ই এই অপকীর্তিকে প্রশ্রয় দেবে না। ফলে তাঁরা যখন কোনও সিদ্ধান্তে পৌঁছবেন, আমাদের দায়িত্ব দিলে সেটা আমরা জানাব।'

advertisement

আরও পড়ুন : কোটি কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত পার্থ, বিরোধী দলনেতা থেকে তৃণমূলের মহাসচিব-হেভিওয়েট মন্ত্রী, অচেনা পার্থ যেন সত্যি অবিশ্বাস্য

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এদিকে এই বিষয়ে কুণাল ঘোষ নিউজ 18-কে বলেন, “পার্টি হাইকমান্ড এই বিষয়ে নজর রাখছে। আমি শুধু বলতে চাই, নয় বছর আগে যখন আমাকে গ্রেফতার করা হয়েছিল, তখন আমি বলতাম একটা ষড়যন্ত্র হয়েছে। আমাকে কথা বলতে দেওয়া হত না কিন্তু চিৎকার করতাম। আমার একটাই প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায় কেন বলছেন না যে তিনি জড়িত নন এবং নির্দোষ?"

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kunal Ghosh Partha Chatterjee: "আমি ভুল বললে, আমাকেও যেন...", পার্থ চট্টোপাধ্যায় নিয়ে বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল