West Bengal Weather Update: উত্তরে কাঁপিয়ে বৃষ্টি, ভিজবে দক্ষিণবঙ্গও! পশ্চিমবঙ্গের আবহাওয়ার জরুরি আপডেট জানুন!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Update: আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায়।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গে থাকলেও সক্রিয় নয়। রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শনি রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বরং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় কলকাতা শহর জুড়ে বৃষ্টি হয়েছে ১৯.৯ মিলিমিটার।
advertisement
advertisement
advertisement
advertisement
দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আগামিকাল বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান এই তিন জেলাতে। শনি ও রবিবার অপেক্ষাকৃতভাবে একটু বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টি, মেঘলা আকাশ। তবে বৃষ্টির পরিমাণ ও কিছুটা বেশি হবে। দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্প বেশী থাকায় বৃষ্টি না হলে এবং রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে।
advertisement
মৌসুমী অক্ষরেখা আগামী দুদিন আরো কিছুটা উত্তরে সরবে। মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর গোয়ালিয়র ডালটনগঞ্জ পুরুলিয়া কৃষ্ণনগর এবং দক্ষিণ বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এলাকাতে আরো একটি ঘূর্ণাবর্ত আবর্ত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলে। উত্তর-পশ্চিম ভারতে আজ নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।
advertisement
advertisement
আগামী পাঁচ দিন জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, দিল্লি, উত্তর প্রদেশ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মূলত মাঝারি বৃষ্টি হবে এই এলাকাগুলোকে। বৃষ্টি হবে গুজরাত, রাজস্থান, ছত্রিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা রয়েলসীমা অন্ধপ্রদেশের উপকূল এলাকা এবং তামিলনাড়ুতে।