TRENDING:

Krishna Damani: ভুয়ো কর্মী তৈরি করে দেওয়া হত স্যালারি! স্কুলের ট্রাস্টি বোর্ডে এত নয়ছয়? কৃষ্ণা দামানি মামলায় সামনে এল বিস্ফোরক অভিযোগ

Last Updated:

প্রসঙ্গত, শহরের নামী এক বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডে রয়েছেন কৃষ্ণ দামানি ও হর্ষ বর্ধণ লোধা। তার মধ্যে লোধার হয়ে ইন্দ্রানীল চৌধুরী দামানির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এক-দু’কোটি নয় পুরো ২০ কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ! কলকাতা পুলিশের জালে কলকাতার এক নামী বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডের সদস্য কৃষ্ণ দামানি। এদিন তাঁর জামিনের আবেদনও খারিজ করে আদালত। কৃষ্ণা দামানিকে আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট।
advertisement

এদিন অভিযুক্তর পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, ‘‘হেয়ার স্ট্রিটের মামলায় এই গ্রেফতারি বেআইনি। ২৪ ঘণ্টা মধ্যে পেশ করা হয়নি। বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় পুলিশ নিয়ে এসে আটক করে। কিন্তু অ্যারেস্ট মেমোয় দুপুর ১৪.০৫ এ গ্রেফতার দেখানো হয়েছে।  অর্থাৎ,এই গ্রেফতারি বেআইনি।’’

তিনি জানান, একই সঙ্গে অভিযোগ করা হচ্ছে, এই টাকা নয় ছয়-এর অভিযোগ যে কোম্পানির বা সংস্থার বিরুদ্ধে করা হচ্ছে সেই সংস্থা (ওই সংস্থা ডিরেক্টর কৃষ্ণ দামানির স্ত্রী, মা ও মৃত দাদা) ২০০৩ সাল থেকে এই স্কুলের কর্মী ও শিক্ষক নিয়োগের দায়িত্বে রয়েছে। ম্যানেজমেন্ট এতদিনে কোনও অভিযোগ করেনি। দু’পক্ষের অডিট হয়েছে। কোনও গরমিল গত ২০ বছরে ধরা পড়েনি। আসলে এখন এই অভিযোগ করা হচ্ছে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য৷ দাবি অভিযুক্তের আইনজীবীর।

advertisement

আরও পড়ুন: বার বিজেপির বিরুদ্ধে রাজ্য সঙ্গীত অবমাননার অভিযোগ! স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

প্রসঙ্গত, শহরের নামী এক বেসরকারি স্কুলের ট্রাস্টি বোর্ডে রয়েছেন কৃষ্ণ দামানি ও হর্ষ বর্ধণ লোধা। তার মধ্যে লোধার হয়ে ইন্দ্রানীল চৌধুরী দামানির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ করেছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে অভিযোগ দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়।

advertisement

এদিন শুনানি চলাকালীন পাল্টা সরকার পক্ষের আইনজীবী সওয়াল করেন, আটক ও গ্রেফতারির মধ্যে পার্থক্য আছে। এটা ক্রিমিনাল বিচ অফ ট্রাস্টের কেস। একজন ট্রাস্টি অন্য ট্রাস্টির বিরুদ্ধে অভিযোগ করছে টাকা নয়ছয় বা আত্মসাৎ করার।

অভিযোগ, ওই নামী বেসরকারি স্কুলের টাকা যায় একটি কোম্পানিতে। যেখান থেকে লোক নিয়োগ করা হত। যা কিনা ডিরেক্টর কৃষ্ণ দামানির আত্মীয়ের। সেখানে যা লোক নিয়োগ হতো তার বেশির ভাগেরই অস্তিত্ব নেই৷ অথচ, তাঁদের নিয়মিত স্যালারি হচ্ছে। সূত্রের খবর, এটাই উঠে এসেছে সামনে।

advertisement

আরও পড়ুন:ফের ৪% DA বাড়াল রাজ্য…কবে থেকে বাড়তি বেতন? কত টাকাই বা বেশি বেতন পাবেন বাংলার সরকারি কর্মীরা?

এই ঘটনায় ব্যালেন্স শিট, মোবাইল, ল্যাপটপ সহ ৯ টি জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন কৃষ্ণা দামানির ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়। জামিনের তীব্র বিরোধিতা করেন অভিযুক্তের আইনজীবী। অভিযোগকারীর আইনজীবীর আবেদন করেন, ২০ কোটি টাকার নয়ছয় করার অভিযোগ এসেছে। এই কোম্পানির ডিরেক্টর হলেন অভিযুক্তের আত্মীয়েরা। অভিযুক্ত  খুবই প্রভাব শালী ব্যক্তি উনি। ওঁকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সব পক্ষের সওয়াল জবাব শুনে কৃষ্ণ দামানির ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ARPITA HAZRA

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Krishna Damani: ভুয়ো কর্মী তৈরি করে দেওয়া হত স্যালারি! স্কুলের ট্রাস্টি বোর্ডে এত নয়ছয়? কৃষ্ণা দামানি মামলায় সামনে এল বিস্ফোরক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল