TRENDING:

Kolkata Tram: জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের

Last Updated:

লাগাতার কমছে রুটের সংখ্যা। ট্রাম বাঁচাতে আজ রাস্তায় ট্রাম প্রেমীরা ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, কলকাতা: কলকাতায় পথে নামার ১৫০ বছরের জন্মদিনে পরিবেশবান্ধব সেই ট্রামই 'শ্লথ গতির যান' তকমা নিয়ে চিরদিনের জন্য শহর ছাড়ছে। পরিবহণ দফতর ও কলকাতা পুলিশ ইতিমধ্যেই শহরের দুঘর্টনা কমাতে চারটি বাদে সব ট্রাম-পথ পিচ দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাছাই করা চারটি রুটে ট্রাম চলবে স্রেফ স্মারক হিসেবে।
জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের (File Photo)
জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের (File Photo)
advertisement

বর্তমানে ধর্মতলা-গড়িয়াহাট এবং বালিগঞ্জ-টালিগঞ্জ রুটে ট্রাম চলছে। আরও দু'টি নতুন রুট যুক্ত হবে- ধর্মতলা-খিদিরপুর এবং ধর্মতলা-শ্যামবাজার। এর মধ্যে ধর্মতলা-খিদিরপুর রুটটি হেরিটেজ রুট। এখান দিয়েই ১৯০২ সালের ২৭ মার্চ কলকাতায় প্রথম বিদ্যুৎচালিত ট্রাম পরিষেবার সূচনা হয়। কলকাতাই হল এশিয়ার একমাত্র শহর যেখানে এখনও টিমটিম করে ট্রাম চলে। ১৮৭৩ সালের ২৪ ফেব্রুয়ারি শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট পর্যন্ত ৩.৯ কিলোমিটার পথে শহরে ট্রামের চাকা গড়িয়েছিল প্রথমবার। সে ছিল ঘোড়ায় টানা ট্রাম। যদিও বেশি দিন চলেনি।

advertisement

২০১১ সালে রুট ছিল ৩৭

২০১৩ সালে রুট ছিল ২৭

২০১৭ সালে রুট ছিল ১৫

২০১৮ সালে রুট ছিল ৮

২০২২ সালে রুট হল ২

এর পাশাপাশি ২০১১ সালে ট্রামের পথ ছিল শহরে ৬১ কিমি। ২০১৩ সালে ট্রাম পথ ছিল ৪৩ কিমি। ২০১৭ সালে ২২ কিমি। এবং ২০১৮ সালে ট্রাম পথ ছিল ১৫ কিমি। ২০২২ সালে ট্রাম পথ হল ৮ কিমি।

advertisement

ট্রামের জন্য বিনিয়োগ-২০১১ সালে ৫.৫ কোটি ৷ ২০১৩ সালে ৩.৩ কোটি ৷ ২০১৭ সালে ১.৩ কোটি ৷ এবং ২০১৮ ও ২০২২ সালে কোনও বিনিয়োগ হয়নি ৷

আরও পড়ুন- দুয়ারে পদ্ম সেনাপতি! বাংলার মানুষের 'মন কি বাত' শুনতে ‘পাড়ায় সুকান্ত’ কর্মসূচিতে আহ্বান তৃণমূলীদেরও

কলকাতা শহরের একাধিক ট্রাম ডিপো পিপিপি মডেলে জমি দেওয়া হয়েছে। ট্রাম রেস্তোরাঁ, বই ট্রাম সবই কোভিডের পরে বন্ধ হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ট্রাম লাইনে চালানো হবে ট্রলি বাস। সে পরিকল্পনাও বিশ বাঁও জলে। আপাতত শ্যুটিংয়ে ট্রাম ভাড়া দিয়ে কিছুটা রোজগার হচ্ছে।

advertisement

মাঝে মধ্যেই একাধিক পরিকল্পনার কথা শোনানো হয়। যদিও দেখা যায় সেই পরিকল্পনা বাস্তবায়িত হয় না ৷ বিশেষ করে আমফানের পরে কয়েক বছর কেটে গেলেও আজও খিদিরপুর থেকে ধর্মতলা, ময়দান হয়ে ট্রাম চালু করা গেল না ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Tram: জন্মদিনে হারিয়ে যাওয়ার ভয় কলকাতার ট্রামের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল