TRENDING:

মাঝআকাশে বিমান থেকে গলগল করে ধোঁয়া! জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

Last Updated:

fire in flight: কলকাতা থেকে চেন্নাইগামী বিমানের জরুরী অবতরণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম : কলকাতা থেকে চেন্নাইগামী বিমানের জরুরি অবতরণ। কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়া। পাইলট এটিসির সাথে যোগাযোগ করে এটিসির সবুজ সংকেত মেলার পরেই বিমানটিকে মাঝ আকাশ থেকে ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়।
বিমানবন্দরের ছবি 
বিমানবন্দরের ছবি 
advertisement

যাত্রী এবং কেবিন ক্রু নিয়ে বিমানটি নিরাপদে কলকাতা বিমানবন্দরের অবতরণ করে। শনিবার দুপুরে বেসরকারি বিমানসংস্থার বিমান ৬ই ৮৯২ যাত্রী নিয়ে দুপুর ২টো ৪৩মিনিট নাগাদ চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। এর পর মাঝ আকাশে বিমানের লাগেজ হোল্ড থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। তার পরেই তড়িঘড়ি বিমানটির জরুরি অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে।

advertisement

আরও পড়ুন- শ্রমিকের আকস্মিক মৃত্যু! বন্ধ সেতুর কাজ, সমস্যায় সাধারণ মানুষ

বিমানে থাকা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপদে বের করে আনা হয়। এই মুহূর্তে পরীক্ষা করে দেখা হচ্ছে। বিমানটিকে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা উপস্থিত। অন্যদিকে, যাত্রীরা এই মুহূর্তে লাউঞ্জে অপেক্ষা করছেন।

বিমান মেরামতি হওয়ার পরেই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষকে এটিসির পক্ষ থেকে ছাড়পত্র দেওয়ার পরেই বিমানটি আবার গন্তব্যস্থলে রওনা দেয়। যদিও এখনও বিমান মেরামতির ক্ষেত্রে সময় লাগবে। কারণ যেহেতু বিমানে ধোঁয়া দেখা গিয়েছিল যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

advertisement

গোটা বিমানটি এই মুহূর্তে মেরামতির পরে ওড়ার ছাড়পত্র পাবে। তার পর রওনা দেবে সেটি। যাত্রীরা বিমানবন্দরের ভিতরে লাউঞ্জে অপেক্ষা করছেন।

বিমান কখন রওনা দেবে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ এখনো পর্যন্ত যাত্রীদেরকে সদুত্তর দিতে পারেনি। যাত্রীদের বলা হচ্ছে বিমান মেরামতির কাজ হচ্ছে। মেরামতি হওয়ার পরেই রওনা দেবে।

আরও পড়ুন- বাঁকুড়ার হারিয়ে যাওয়া শিল্প পেল ডাক বিভাগের স্বীকৃতি! খুশি শিল্পীরা

advertisement

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রীদেরকে আপাতত সমস্ত রকম সুবিধা দেয়া হয়েছে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে জল এবং খাবার দেওয়া হয়েছে।

অনুপ চক্রবর্তী

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাঝআকাশে বিমান থেকে গলগল করে ধোঁয়া! জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল