Purba Medinipur News: শ্রমিকের আকস্মিক মৃত্যু! বন্ধ সেতুর কাজ, সমস্যায় সাধারণ মানুষ
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
Last Updated:
Purba Medinipur News: নতুন সেতু তৈরির সময় পুরনো সেতু ভেঙে মৃত্যু হয়েছিল শ্রমিকের। ওই ঘটনার পরে কেটে গিয়েছে দু'মাস। কিন্তু তমলুকের শঙ্করআড়া এলাকায় কপালমোচন ঘাটের কাছে খালের উপর পাকা এখনও শুরু হয়নি নতুন সেতু তৈরির কাজ।
তমলুক: তাম্রলিপ্ত পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে শংকর আড়া খালের সঙ্গে যুক্ত নিকাশি খালের উপর ছিল একটি দীর্ঘ পুরনো সেতু। নতুন সেতু তৈরির আগে পুরনো সেতু ভাঙতে গিয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের, ওই ঘটনার পর কেটে গিয়েছে দু’মাস কিন্তু তমলুকের শংকর আড়া এলাকায় কপাল মোচন ঘাটের কাছে খালের উপর পাকা সেতু এখনও তৈরি হয়নি। এর ফলে তমলুক শহরের উত্তর চড়া শংকর আড়া এবং দক্ষিণ চড়া শংকর আড়া এলাকার বাসিন্দাদের যাতায়াতের খুবই সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর।
তমলুকের কপাল মোচন ঘাটের কাছে নিকাশী খালের উপর এই সেতু দিয়ে শহরের ১৪ ও ১৮ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা প্রতিদিন শহরের বড়বাজার এবং অন্যান্য স্থানে যাতায়াত করতেন। দীর্ঘ দিন ওই পুরনো সেতু ভগ্নপ্রায় হয়ে পড়ায় পৌরসভার উদ্যোগে ওই একই জায়গায় নতুন সেতু তৈরীর জন্য পথশ্রী প্রকল্পে প্রায় ৭২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ঠিকাদার নিয়োগ করে মে মাসে কাজ শুরু হয়। পুরানো সেতু ভাঙার সময় গত ১৬ মে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিল পৌরসভা। ওই দুর্ঘটনার পরে প্রায় দু’মাস কেটে গেল। নতুন সেতু নির্মাণের কাজ এখনও শুরু হয়নি। এর ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার বাসিন্দারা।
advertisement
advertisement
আরও পড়ুন: মগরাহাটে বাড়ির কাছেই কুপিয়ে গুলি করে খুন তৃণমূলের জয়ী প্রার্থীকে! গুলিবিদ্ধ প্রতিবেশীকেও
স্থানীয় বাসিন্দারা বলেন, পুরনো জরাজীর্ণ সেতু ভেঙে নতুন সেতুর কাজ শুরু সময় দুজন শ্রমিকের মৃত্যু হয় তারপরে এই কাজ বন্ধ প্রায় দুমাস। এর ফলে প্রতিনিয়ত যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে। তবে এই বিষয়ে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, সেচ দফতর ও পুর দফতরকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায়।
advertisement
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2023 10:22 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Purba Medinipur News: শ্রমিকের আকস্মিক মৃত্যু! বন্ধ সেতুর কাজ, সমস্যায় সাধারণ মানুষ