বৃহস্পতিবার সন্ধে নাগাদ সল্টলেকের অভিজাত এলাকার আবাসনে যা ঘটল তা যে কোনও অ্যাকশন সিনেমার টুকরো দৃশ্য৷ পুলিশ সূত্রে খবর, রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুন করে ৪ দুষ্কৃতী কলকাতায় এসে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা করে। হয়ত এখান থেকেই অন্যদেশে বা রাজ্য পালিয়ে যাওয়ার ছক কষেছিল।
আরও পড়ুন: প্রধান বিচারপতিকে লক্ষ্য করে জুতো! এবার বড় বিপাকে অভিযুক্ত আইনজীবী…মিলে গেল অনুমতি
advertisement
এদের খোঁজ পেয়ে ফুলবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ৷ শুরুতেই ধরা পড়ে ২ জন৷ সেই সময় ১ দুষ্কৃতী ফুলবাগান থেকে সল্টলেকের পথে পালায়৷ তার মধ্যে ১ জন তাড়া খেয়ে পূর্বাচল আবাসনের পাঁচিল টপকে চত্বরে ঢুকে পড়ে৷ তারপর সোজা ঢুকে পড়ে আবাসনেরই M বিল্ডিং-এর আবাসিক বিদ্যাসাগর কলেজদের অধ্যাপক অঙ্কুর ভাওয়ালের ফ্ল্যাটের মধ্যে৷
অঙ্কুর ভাওয়াল বলেন, ‘‘তখন সাড়ে ৮টা নাগাদ হবে৷ হঠাৎ দেখি ফ্ল্যাটের মধ্যে একটা লোক ঢুকে পড়েছে৷ বলে চোর আয়া হে৷ আমার দেখেই মনে হল লোকটা ভাল নয়৷ তাড়া খেয়ে এসেছিল বোঝা যাচ্ছিল৷ তারপর ওকে বলি আপনি বেরিয়ে যান৷ তারপর বের করে দিই ফ্ল্যাট থেকে৷’’
এখানেই শেষ নয়, এরপর আবাসনের M বিল্ডিং এর ছাদের গেট ভেঙে L বিল্ডিং এর ছাদে চলে যায় ওই খুনি। ইতিমধ্যেই খবর দেওয়া হয় ফুলবাগান থানায়। তারপর সেই বিল্ডিং এর ছাদে হয়ে কার্নিশে পৌছায় খুনি। সেইখানেই তাঁকে দেখতে পান এক বাসিন্দা। তারপর কার্নিশে নামতে শুরু করে৷ ইতিমধ্যেই আবাসনের অনেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ ততক্ষণে পৌঁছয় পুলিশ৷ দুষ্কৃতী কার্নিশ বেয়ে নমতে গেলে গ্রেফতার করে পুলিশ৷
পুলিশ সূত্রে খবর, শেষ আরেক দুষ্কৃতী, যে বর্তমানে পলাতক, সে সল্টলেকের দিকেই পালিয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, সল্টলেকের পূর্বাচল আবাসনের আশেপাশেই লুকিয়ে থাকতে পারে সে। আর এই বিষয়টাই এখন এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে। দুষ্কৃতীর খোঁজে চলছে তল্লাশি৷
জানা গিয়েছে, কলকাতা পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছে রাজস্থান পুলিশের সঙ্গে। রাজস্থান পুলিশ হেফাজতে চায় অভিযুক্তদের। কলকাতায় রাজস্থান পুলিশ এলে তুলে দেওয়া হবে তাদের হাতে।
এই প্রথম নয়, চলতি বছরের জুলাই মাসে পাটনার হাসপাতালের কেবিনে ঢুকে কয়েদিকে গুলি করে খুন করে কলকাতায় ঢাকা দেয় দুষ্কৃতীরা। গ্যাংস্টার খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারী দল। এদিন নিউটাউনের আবাসনে পাটনা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের STF। নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনের M-73 ব্লকের ৫ তলায় ৪০৬ নম্বর ফ্ল্যাটে হানা দিয়ে ২ জনকে পাকড়াও করে পুলিশ। পাটনায় খুন করে, পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতীরা।