অভিযোগ, শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটে রিজেন্ট পার্কের অফিসে। অফিসের মালিক সুমন মণ্ডলের ব্যাগ থেকে ৪৫০টাকা চুরি হয় বলে অভিযোগ। সেই টাকা চুরির অভিযোগ অমিতের দিকে যায়। এরপরই অমিতকে বেধড়ক মারধর করে অফিসের মালিক ও স্টার্ফরা। অভিযোগ, অফিস মালিক সুমন মণ্ডল, স্টাফ দেবাশীষ অধিকারী, স্টাফ সোমনাথ চক্রবর্তী অফিসে মারধর করে অমিতকে। অমিত লুটিয়ে পড়েন।
advertisement
আরও পড়ুন : হেলমেট ব্যবহার না করলে জরিমানা ৬০০০! সোশ্যাল কাঁপিয়ে এবার নয়া 'স্লোগান' শুভেন্দুর
অমিতকে নিয়ে আসা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে অফিসের মালিক, স্টাফ ও আরও এক স্টাফের সঙ্গে ঝামেলার জেরে মারধর করে নিজেরাই হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। এইসময় একজন হাসপাতাল থাকলেও মৃত্যু খবর শুনে বাকিরা পালিয়ে যায়। তিন জনকে আটক করে পরে তাদের রিজেন্ট পার্ক থানার পুলিশ গ্রেফতার করে।
ধৃত সুমন মণ্ডল বীরভূমের কির্ণাহারের বাসিন্দা, দেবাশীষ অধিকারী বজবজের বাসিন্দা, সোমনাথ চক্রবর্তী রিজেন্ট প্লেসের বাসিন্দা।যে গাড়িটি করে অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, অফিসটি ভাড়ায় চলত। অফিসটি যাঁরা ভাড়া দিয়েছিলেন সেই বাড়ির সদস্য প্রীতিশ দাস জানান, অফিসটি ভাড়া নেওয়া হয়েছিল। গত তিন বছর ধরে চলছে। শনিবার সন্ধেতে অমিতের দেহ পড়েছিল তাঁরা দেখেন। যাঁদের অফিস তাঁরা নিয়ে যায় হাসপাতালে।পুলিশ সূত্রে খবর, হাতে থুতনিতে একাধিক জায়গায় মারধরের আঘাত রয়েছে ওই যুবকরে দেহে। তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
অর্পিতা হাজরা