TRENDING:

মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন

Last Updated:

মাত্র সাড়ে চারশো টাকার জন্য পিটিয়ে খুন! শহর কলকাতার বুকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, রিজেন্ট পার্ক থানা এলাকায় নেহেরু কলোনিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : মাত্র সাড়ে চারশো টাকার জন্য পিটিয়ে খুন! শহর কলকাতার বুকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে, রিজেন্ট পার্ক থানা এলাকায় নেহেরু কলোনিতে। অফিস কর্মীদের মধ্যে পাওনা নিয়ে মারধরে মৃত্যু হয় এক ব্যক্তির। মৃতের নাম, অমিত রঞ্জন চট্টোপাধ্যায় ( ৩৫ বছর বয়স)। অমিত বীরভূমের বাসিন্দা।  কলকাতায় একটি বেসরকারি যব প্লেসমেন্ট সংস্থায় চাকরি করতেন অমিত।
টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে
টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে
advertisement

অভিযোগ, শনিবার সন্ধেয়  ঘটনাটি ঘটে রিজেন্ট পার্কের অফিসে। অফিসের মালিক সুমন মণ্ডলের ব্যাগ থেকে ৪৫০টাকা চুরি হয় বলে অভিযোগ। সেই টাকা চুরির অভিযোগ অমিতের দিকে যায়। এরপরই অমিতকে বেধড়ক মারধর করে অফিসের মালিক ও স্টার্ফরা। অভিযোগ, অফিস মালিক সুমন মণ্ডল, স্টাফ দেবাশীষ অধিকারী, স্টাফ সোমনাথ চক্রবর্তী অফিসে মারধর করে অমিতকে। অমিত লুটিয়ে পড়েন।

advertisement

আরও পড়ুন : হেলমেট ব্যবহার না করলে জরিমানা ৬০০০! সোশ্যাল কাঁপিয়ে এবার নয়া 'স্লোগান' শুভেন্দুর

আরও পড়ুন : গরু পাচার তদন্তে JHM গ্রুপের একাধিক জমির সন্ধান CID-র! মিলল জমির চরিত্র বদলের 'অনুমোদনপত্র'

অমিতকে নিয়ে আসা হয় এম আর বাঙ্গুর হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে অফিসের মালিক, স্টাফ ও আরও এক স্টাফের সঙ্গে ঝামেলার জেরে মারধর করে নিজেরাই হাসপাতালে নিয়ে যায় অভিযুক্তরা। এইসময় একজন  হাসপাতাল থাকলেও মৃত্যু খবর শুনে  বাকিরা পালিয়ে যায়। তিন জনকে আটক করে পরে তাদের রিজেন্ট পার্ক থানার পুলিশ গ্রেফতার করে।

advertisement

ধৃত সুমন মণ্ডল বীরভূমের কির্ণাহারের বাসিন্দা, দেবাশীষ অধিকারী বজবজের বাসিন্দা, সোমনাথ চক্রবর্তী রিজেন্ট প্লেসের বাসিন্দা।যে গাড়িটি করে অমিতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, অফিসটি ভাড়ায় চলত। অফিসটি যাঁরা ভাড়া দিয়েছিলেন সেই বাড়ির সদস্য প্রীতিশ দাস জানান, অফিসটি ভাড়া নেওয়া হয়েছিল। গত তিন বছর ধরে চলছে। শনিবার সন্ধেতে অমিতের দেহ পড়েছিল তাঁরা দেখেন। যাঁদের অফিস তাঁরা নিয়ে যায় হাসপাতালে।পুলিশ সূত্রে খবর, হাতে থুতনিতে একাধিক জায়গায় মারধরের আঘাত রয়েছে ওই যুবকরে দেহে। তদন্তে নেমেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্পিতা হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল