TRENDING:

Kolkata Metro: মেট্রোয় যাতায়াত করেন? সোমবার থেকেই বিরাট বদল! দারুণ সুখবর পরিষেবায়, এখনই জানুন

Last Updated:

Kolkata Metro: আগামী ১১ আগস্ট, সোমবার থেকে কলকাতার গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ এবং পার্পল লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা ও সার্ভিস আওয়ার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। আগামী ১১ আগস্ট, সোমবার থেকে কলকাতার গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২ এবং পার্পল লাইনে বাড়ছে মেট্রো পরিষেবা ও সার্ভিস আওয়ার। যাত্রী চাহিদা মেটাতে মেট্রো রেল কর্তৃপক্ষ এই বাড়তি পরিষেবার সিদ্ধান্ত নিয়েছে।
মেট্রোয় যাতায়াত করেন? বাড়ছে পরিষেবা, দেখে নিন নতুন পরিষেবার সময়সূচি 
মেট্রোয় যাতায়াত করেন? বাড়ছে পরিষেবা, দেখে নিন নতুন পরিষেবার সময়সূচি 
advertisement

গ্রিন লাইন-১-এ এখন প্রতিদিন সোমবার থেকে শনিবার ১০৬টি (৫৩ আপ ও ৫৩ ডাউন) ট্রেন চললেও, নতুন করে চালু হবে মোট ১০৮টি পরিষেবা (৫৪ আপ ও ৫৪ ডাউন)। সকাল ৬টা ৩৫ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এই লাইনে মেট্রো চলবে, যা আগে ছিল সকাল ৬টা ৫৫ মিনিট থেকে। প্রথম ট্রেন শিয়ালদা থেকে সেক্টর ৫ যাবে সকাল ৬টা ৩৫ মিনিটে এবং সেক্টর ৫ থেকে শিয়ালদা ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকছে। রবিবারে কোনও পরিষেবা থাকবে না।

advertisement

আরও পড়ুন: ট‍্যারিফের বদলা ট‍্যারিফ! ট্রাম্পের ‘শুল্ক-অস্ত্রের’ মোকাবিলায় তৈরি ভারত, পাল্টা চাল, এবার বড় মূল‍্য চোকাতে হবে আমেরিকাকে?

গ্রিন লাইন-২-এ পরিষেবা বাড়ছে ১৩৪টি (৬৭ আপ ও ৬৭ ডাউন) পর্যন্ত, যা আগে ছিল ১৩০টি (৬৫ আপ ও ৬৫ ডাউন)। সার্ভিস আওয়ার হবে সকাল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৫৩ মিনিট পর্যন্ত, যা আগে ছিল সকাল ৭টা থেকে। প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে হাওড়া ময়দান ও এসপ্ল্যানেড থেকে একসঙ্গে ছাড়বে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত। রবিবারে আগের মতো স্বাভাবিক পরিষেবা চলবে।

advertisement

পার্পল লাইনে পরিষেবা বাড়ছে ৮০টি (৪০ আপ ও ৪০ ডাউন) পর্যন্ত, যা আগে ছিল ৭২টি (৩৬ আপ ও ৩৬ ডাউন)।

আরও পড়ুন: আপনি ‘বাঁচবেন ১০০ বছর’! দীর্ঘায়ুর চিহ্ন রয়েছে শরীরেই, এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন আয়ু অনেক বেশি

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

সোমবার থেকে শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ১৪ মিনিট পর্যন্ত মেট্রো চলবে, যা আগে ছিল সকাল ৭টা ৫৭ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে এবং মাজেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৪ মিনিটে। শেষ ট্রেন জোকা থেকে ছাড়বে রাত ৮টা ৩৬ মিনিটে এবং মাজেরহাট থেকে রাত ৮টা ৫৭ মিনিটে। শনিবার ও রবিবারে আগের মতোই কোনও পরিষেবা থাকবে না।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রোয় যাতায়াত করেন? সোমবার থেকেই বিরাট বদল! দারুণ সুখবর পরিষেবায়, এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল