TRENDING:

Bengal BJP: হাতের তালুর মতো চিনতে হবে, ঠোঁটের গোড়ায় থাকবে কোথায় কত ভোট এবং ভোটার..এল কড়া নির্দেশ

Last Updated:

নির্বাচনী তথ্য মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে বা মোবাইল হাতড়ে বললে চলবে না। দলের নেতাদের এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: নির্বাচনী তথ্য মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে বা মোবাইল হাতড়ে বললে চলবে না। দলের নেতাদের এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আর কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই নিদানে বিড়ম্বনায় পড়েছেন রাজ্য নেতারা। বিভিন্ন এলাকায় কত ভোটার, ভোট পরিসংখ্যান, মহিলা ভোটার ও সংখ্যালঘু ভোটার কত, সেখানে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশের হার কত ছিল, এসব তথ্য পাতা ঘেঁটে নয়, মুখস্থ রাখতে হবে জেলা থেকে রাজ্য নেতাদের। বৈঠকে এলে তা মুখস্থর মতো বলতে হবে। কড়া নির্দেশ দেওয়া হয়েছে কর্মীদের৷
News18
News18
advertisement

জানা গিয়েছে, ঘনিষ্ঠ মহলে ভূপেন্দ্র যাদব বলেছেন, বঙ্গ বিজেপির বেশিরভাগ নেতাই ফোন নির্ভরশীল। মোবাইলে সব তথ্য রাখা থাকে। হোমওয়ার্ক করা মেধাবী নেতাদের তিনি দেখতে চান নির্বাচনী টিমে। এটা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। সূত্রের খবর, বাংলায় নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়র পর তথ্য মুখস্থ রয়েছে এরকম একজনও মেধাবী নেতাকে পাননি ভূপেন্দ্র যাদব।

advertisement

আরও পড়ুন : ‘চাচাজি’র নেচার তো জানেন…,’ নীতীশকে ধুয়ে দিলেন লালুপুত্র! মোদির মুখে প্রশংসা জুটল বটে, তবে তেজস্বী যা বললেন…

শুক্রবার কলকাতা ও লাগোয়া সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সেখানে কলকাতা ও দুই ২৪ পরগনার বিধানসভাগুলির ভোটের বিন্যাস নিয়ে আলোচনা হবে। এরপর তারাপীঠেও তাঁর নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

advertisement

আসলে বঙ্গে SIR পর্ব আসন্ন। যা নিয়ে আশা এবং আশঙ্কা দুই-ই আছে বঙ্গ বিজেপির অন্দরে। বিজেপির একাংশ মনে করছে SIR সঠিকভাবে হলে লাভবান হবে বিজেপি। আর একটা অংশের আবার আশঙ্কা সঠিকভাবে SIR না হলে হীতে বিপরীত হতে পারে। বুথ কেন্দ্রিক ভোটার লিস্ট ম্যাপিং এবং SIR প্রক্রিয়ার জন্য ভীষণ জরুরি ভোটারদের তথ্য। নেতাদের যদি সামান্য তথ্যের জন্যই মোবাইল হাতড়াতে হয়, তাহলে SIR-এর মতো বৃহৎ প্রক্রিয়ায় নাকানিচোবানি খেতে হবে। সেই আশঙ্কা থেকেই মেধাবী নেতা চাইছেন ভুপেন্দ্র যাদব।

advertisement

আরও পড়ুন: ফেভিকল, ক্যাডবেরির সেইসব কিংবদন্তি বিজ্ঞাপন…‘সুর থেমে গেল’ তার স্রষ্টার, প্রয়াত সেই অ্যাডম্যান পীযূষ পাণ্ডে

সেরা ভিডিও

আরও দেখুন
মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তুলাইপাঞ্জি, চিনি আতপ! একবছরে দাম প্রায় দ্বিগুন
আরও দেখুন

তবে শুধু মেধাবী নেতা নয়, সামগ্রিকভাবে জনসমাজে বা আমজনতার কাছে নেতার গ্রহণযোগ্যতা বিবেচনা করে দেখা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। গ্রহণযোগ্যতা এবং তার সার্বিক কাঠাম বিবেচনা করেই দায়িত্ব বন্টন হবে আগামী বিধানসভা নির্বাচনে এমনটাই আপাতত সিদ্ধান্ত কেন্দ্রের খবর বিজেপি সূত্রে। একের পর এক বৈঠক এবং দায়িত্ব ব ন্টন বিষয়ের নির্বাচনের প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়া এই মুহূর্তে বিজেপির একমাত্র লক্ষ্য তা স্পষ্ট করেছেন রাজ্য নেতৃত্ব স্বয়ং।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Bengal BJP: হাতের তালুর মতো চিনতে হবে, ঠোঁটের গোড়ায় থাকবে কোথায় কত ভোট এবং ভোটার..এল কড়া নির্দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল