এই ঘটনায় যুবকের সঙ্গী এক ব্যক্তির ভূমিকা নিয়েই সন্দিহান পুলিশ৷ কারণ ওড়িশার বাসিন্দা ওই ব্যক্তি হোটেলে নিজের পরিচয়পত্র দিলেও নিজের সঙ্গী মৃত এই যুবকের কোনও পরিচয়পত্র হোটেলে দেননি বলে খবর৷ প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, মৃত যুবক কলকাতার কলিন স্ট্রিট এলাকার বাসিন্দা৷
জানা গিয়েছে, ওড়িশার বাসিন্দা বয়ান লাল নামে এক ব্যক্তির নামে হোটেলের তিন তলার একটি ঘর বুক করা হয়েছিল৷ কিন্তু গতকাল হোটেল থেকে চেক আউট করেন ওই ব্যক্তি৷ এর পর এ দিন ওই ঘরে নতুন একজন আবাসিক আসেন৷ তিনিই হোটেলের ঘরের ভিতর থেকে পচা গন্ধ পেয়ে হোটেলের কর্মীদের জানান৷ তখনই খোঁজাখুঁজির পর ঘরের ভিতরে থাকা বক্স খাটের ভিতরে ওই যুবকের দেহ উদ্ধার হয়৷ এর পরেই পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ৷ মৃতদেহে হাল্কা পচন ধরেছিল বলেই খবর৷
advertisement
মৃত যুবকের মুখে, নাকে রক্ত জমাট বেঁধেছিল৷ ফলে ওই যুবককে খুন করা হয়েছিল বলেই অনুমান করছে পুলিশ৷ যে ব্যক্তির নামে ওই ঘর বুক করা হয়েছিল, তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ৷ মৃত যুবকের সঙ্গে বয়ান লাল নামে ওই ব্যক্তির যোগ আছে কি না, কীভাবে এবং কবে ওই যুবককে খুন করা হল, সে সব প্রশ্নেরই উত্তর খুঁজছে পুলিশ৷
