India-America: ট‍্যারিফের বদলা ট‍্যারিফ! ট্রাম্পের ‘শুল্ক-অস্ত্রের’ মোকাবিলায় তৈরি ভারত, পাল্টা চাল, এবার বড় মূল‍্য চোকাতে হবে আমেরিকাকে?

Last Updated:
India-America: সূত্রের খবর, এবার ট্রাম্পের ট‍্যারিফ চালের মোকাবিলায় আমেরিকান সামগ্রীতেও একইরকম ভাবে ট‍্যারিফ বাড়াতে চলেছে ভারত।
1/7
ভারত এবং আমেরিকার মধ‍্যে ক্রমশ বাড়ছে বানিজ‍্যিক টানাপোড়েন। ভারতের জন‍্য ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ ট‍্যারিফ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতকে শাস্তি দিতে ‘শুল্কঅস্ত্র’ প্রয়োগ করেছেন ট্রাম্প। তবে সূত্রের খবর, এবার ট্রাম্পের ট‍্যারিফ চালের মোকাবিলায় আমেরিকান সামগ্রীতেও একইরকম ভাবে ট‍্যারিফ বাড়াতে চলেছে ভারত।
ভারত এবং আমেরিকার মধ‍্যে ক্রমশ বাড়ছে বানিজ‍্যিক টানাপোড়েন। ভারতের জন‍্য ২৫ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ ট‍্যারিফ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতকে শাস্তি দিতে ‘শুল্কঅস্ত্র’ প্রয়োগ করেছেন ট্রাম্প। তবে সূত্রের খবর, এবার ট্রাম্পের ট‍্যারিফ চালের মোকাবিলায় আমেরিকান সামগ্রীতেও একইরকম ভাবে ট‍্যারিফ বাড়াতে চলেছে ভারত।
advertisement
2/7
এই বছর জুন মাসে ভারতীয় স্টিল এবং অ্যালুমিনিয়ামে শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৫০% করেছে আমেরিকা। এরপর ৩১ জুলাইতে সব ভারতীয় সামগ্রীতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছিল। একইভাবে, ৬ আগস্টে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও পেনাল্টি আরোপ করে ট্যারিফে আরও ২৫ শতাংশ বৃদ্ধি করেছিল।  এখন ভারতের ৮৬.৫ বিলিয়ন ডলার আমেরিকান রপ্তানিতে মোট ৫০% পর্যন্ত ট্যাক্স আরোপ হচ্ছে।
এই বছর জুন মাসে ভারতীয় স্টিল এবং অ্যালুমিনিয়ামে শুল্ক ২৫% থেকে বাড়িয়ে ৫০% করেছে আমেরিকা। এরপর ৩১ জুলাইতে সব ভারতীয় সামগ্রীতে ২৫% শুল্ক আরোপের ঘোষণা করেছিল। একইভাবে, ৬ আগস্টে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল কেনার কারণে আরও পেনাল্টি আরোপ করে ট্যারিফে আরও ২৫ শতাংশ বৃদ্ধি করেছিল। এখন ভারতের ৮৬.৫ বিলিয়ন ডলার আমেরিকান রপ্তানিতে মোট ৫০% পর্যন্ত ট্যাক্স আরোপ হচ্ছে।
advertisement
3/7
ভারত এবং আমেরিকার মধ‍্যে ট‍্যারিফ নিয়ে তরজা শুরু গত ফেব্রুয়ারি মাসে। জাতীয় নিরাপত্তার উল্লেখ করে ভারতীয় স্টিল এবং অ্যালুমিনিয়ামে ২৫% ট্যারিফ আরোপ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এই ট‍্যারিফের নিন্দা করে। মে মাসে ভারত জানায় যদি শুল্ক কমানো না হয় তবে সমান প্রতিক্রিয়া দেওয়া হবে। কিন্তু আমেরিকা আলোচনার জন্য প্রস্তুত ছিল না।
ভারত এবং আমেরিকার মধ‍্যে ট‍্যারিফ নিয়ে তরজা শুরু গত ফেব্রুয়ারি মাসে। জাতীয় নিরাপত্তার উল্লেখ করে ভারতীয় স্টিল এবং অ্যালুমিনিয়ামে ২৫% ট্যারিফ আরোপ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত এই ট‍্যারিফের নিন্দা করে। মে মাসে ভারত জানায় যদি শুল্ক কমানো না হয় তবে সমান প্রতিক্রিয়া দেওয়া হবে। কিন্তু আমেরিকা আলোচনার জন্য প্রস্তুত ছিল না।
advertisement
4/7
৩১ জুলাই ২০২৫ সালে আমেরিকা ভারত থেকে আসা সব সামগ্রীতে ২৫% শুল্কের ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন রাশিয়াকে তেল কেনার জন‍্যই ভারতের উপর অতিরিক্ত ট‍্যারিফ চাপাচ্ছে ইউএসএ। ট্রাম্পের অভিযোগ তেল কিনে রাশিয়াকে পরোক্ষভাবে যুদ্ধে সাহায‍্য করছে ভারত। তবে এবার পাল্টা ট‍্যারিফ বসাতে চলেছে ভারতও।
৩১ জুলাই ২০২৫ সালে আমেরিকা ভারত থেকে আসা সব সামগ্রীতে ২৫% শুল্কের ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন রাশিয়াকে তেল কেনার জন‍্যই ভারতের উপর অতিরিক্ত ট‍্যারিফ চাপাচ্ছে ইউএসএ। ট্রাম্পের অভিযোগ তেল কিনে রাশিয়াকে পরোক্ষভাবে যুদ্ধে সাহায‍্য করছে ভারত। তবে এবার পাল্টা ট‍্যারিফ বসাতে চলেছে ভারতও।
advertisement
5/7
দেশের সর্বভারতীয় কয়েকটি সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার ভারত আমেরিকা থেকে আসা কিছু প্রধান পণ্যে ট্যারিফ বাড়াতে পারে। বাদাম, আপেল, আখরোট, মসুর, কেমিক্যালস, পেপার এবং মোটরসাইকেলের মতো বেশ কিছু আমেরিকান পণ‍্যে ট‍্যারিফ বাড়িয়ে দিতে পারে ভারত। এই পদক্ষেপ WTO এর নিয়ম অনুযায়ীই হবে। কিন্তু এতে আমেরিকার ঠিক কতটা ক্ষতি হবে?
দেশের সর্বভারতীয় কয়েকটি সংবাদমাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এবার ভারত আমেরিকা থেকে আসা কিছু প্রধান পণ্যে ট্যারিফ বাড়াতে পারে। বাদাম, আপেল, আখরোট, মসুর, কেমিক্যালস, পেপার এবং মোটরসাইকেলের মতো বেশ কিছু আমেরিকান পণ‍্যে ট‍্যারিফ বাড়িয়ে দিতে পারে ভারত। এই পদক্ষেপ WTO এর নিয়ম অনুযায়ীই হবে। কিন্তু এতে আমেরিকার ঠিক কতটা ক্ষতি হবে?
advertisement
6/7
সূত্রের খবর, ট্যারিফের আগে ভারত আমেরিকাকে ৮৬ বিলিয়ন ডলার সামগ্রী বিক্রি করত। অন‍্যদিকে আমেরিকা ভারতকে ৪৫ বিলিয়ন ডলার সামগ্রী বিক্রি করত। এর মধ্যে ১৩.৬ বিলিয়ন ডলার এনার্জি এক্সপোর্ট (LNG এবং ক্রুড অয়েল) অন্তর্ভুক্ত ছিল।
সূত্রের খবর, ট্যারিফের আগে ভারত আমেরিকাকে ৮৬ বিলিয়ন ডলার সামগ্রী বিক্রি করত। অন‍্যদিকে আমেরিকা ভারতকে ৪৫ বিলিয়ন ডলার সামগ্রী বিক্রি করত। এর মধ্যে ১৩.৬ বিলিয়ন ডলার এনার্জি এক্সপোর্ট (LNG এবং ক্রুড অয়েল) অন্তর্ভুক্ত ছিল।
advertisement
7/7
বিশ্লেষকদের মতে, যদি এই বাণিজ্যিক যুদ্ধ বাড়ে তবে ভারতের জিডিপিতে ০.৩% প্রভাব পড়তে পারে, যখন আমেরিকান জিডিপিতে ৮% পর্যন্ত প্রভাব পড়তে পারে। অর্থাত্‍ ভারতের চেয়েও বেশি মূল‍্য চোকাতে হবে আমেরিকাকে।
বিশ্লেষকদের মতে, যদি এই বাণিজ্যিক যুদ্ধ বাড়ে তবে ভারতের জিডিপিতে ০.৩% প্রভাব পড়তে পারে, যখন আমেরিকান জিডিপিতে ৮% পর্যন্ত প্রভাব পড়তে পারে। অর্থাত্‍ ভারতের চেয়েও বেশি মূল‍্য চোকাতে হবে আমেরিকাকে।
advertisement
advertisement
advertisement