একটি বৈদ্যুতিন মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, কলকাতা হাইকোর্টে সোমবারই তাঁর শেষ দিন। তাঁর হাতে যে ক’টি মামলা রয়েছে, সোমবার হাইকোর্টে গিয়েই সেগুলি ছেড়ে দেবেন। মঙ্গলবার তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠাবেন। এমনকী তিনি কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন কিনা, তা নিয়ে প্রশ্ন করা হলে, সরাসরিই বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, ”আমাকে কোনও রাজনৈতিক দলে যোগ দিলে তারা আমাকে টিকিট দিলে, অবশ্যই ভেবে দেখব।”
advertisement
আরও পড়ুন: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন
সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল শোরগোল পড়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি মামলায় এজলাসে বসে মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল বিচারপতি গঙ্গোপাধ্য়ায়কে। সে সব নিয়ে পাল্টা আসরে নামে তৃণমূলও।
আরও পড়ুন: ‘আসানসোল থেকে লড়ব না’, বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি
তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ তাঁকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”অবসরের বেশিদিন বাকি নেই। তার আগেই আপনি স্বেচ্ছাবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে। তার পর দেখা যাবে।” কুণালের সেই কথাই কার্যত ফলে গেল। বিচারপতি পদ থেকে অবসর নিয়ে এবার কি ভোটের ময়দানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়? জল্পনার অবসান ঘটবে খুব শীঘ্রই।