Pawan Singh Bjp Candidate: 'আসানসোল থেকে লড়ব না', বিস্ফোরক পবন সিং! সরলেন ২৪ ঘণ্টার মধ্যেই, বিরাট বিড়ম্বনায় বিজেপি
- Published by:Suman Biswas
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Pawan Singh Bjp Candidate: গতকালই আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করে নাম ঘোষণা করে বিজেপি। এরপরই পবন সিং নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে তৃণমূল।
কলকাতা: শনিবার অন্যান্য রাজ্যের পাশাপাশি বাংলার ২০ আসনের জন্যও প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকা অনুযায়ী, আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল ভোজপুরী গায়ক ও অভিনেতা পবন সিংকে। কিন্তু ২৪ ঘণ্টার আগেই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পবন সিং জানিয়ে দিলেন, আসানসোল থেকে ভোটে লড়ছেন না তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসানসোলের প্রার্থী পবন সিং সরে দাঁড়ালেন বলে বিজেপি সূত্রে খবর।
গতকালই আসানসোল থেকে পবন সিংকে প্রার্থী করে নাম ঘোষণা করে বিজেপি। এরপরই পবন সিং নারী বিদ্বেষী বলে প্রচার শুরু করে তৃণমূল। রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের প্রাক্তন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ”আসানসোলকে পবন সিং মুবারক। পবন সিংকে শিল্পী হিসেবে কিছু বলার নেই কিন্তু ওঁর এই গানের পোস্টারের দিকে চোখ রাখলেই সবটা বোঝা যাচ্ছে। বিজেপি বাংলা এবং সেখানকার মহিলাদের নিয়ে যে ভাবে না, তার জ্বলন্ত উদাহরণ এটাই।’
advertisement
भारतीय जनता पार्टी के शीर्ष नेतृत्व को दिल से आभार प्रकट करता हु।
पार्टी ने मुझ पर विश्वास करके आसनसोल का उम्मीदवार घोषित किया लेकिन किसी कारण वश में आसनसोल से चुनाव नहीं लड़ पाऊंगा…@JPNadda— Pawan Singh (@PawanSingh909) March 3, 2024
advertisement
advertisement
যদিও এদিন প্রার্থী পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানাতে গিয়ে পবন সিং লেখেন, ”ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। পার্টি আমাকে বিশ্বাস করে আসানসোল কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করেছিল। কিন্তু কোনও কারণ বশত আমি আসানসোল থেকে লড়াই করতে পারব না।”
advertisement
The INDOMITABLE SPIRIT AND POWER OF THE PEOPLE OF WEST BENGAL. 💪🏻#Jonogorjon https://t.co/UnF6MybwCF
— Abhishek Banerjee (@abhishekaitc) March 3, 2024
পবন সিংয়ের এই বার্তা প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পবন সিংয়ের ট্যুইট রিট্যুইট করেন। তৃণমূল কংগ্রেস ও বিজেপির একাধিক নেতাও পবন সিংকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের ক্ষোভ উগড়ে দেন। তৃণমূল কংগ্রেস বিভিন্ন ভিডিও পোস্ট করে পবন সিংয়ের। আজ তাঁর সরে দাঁড়ানোর পোস্ট রিট্যুইট করেন অভিষেক। বাংলার মানুষের অদম্য লড়াই ও ক্ষমতায় সরলেন পবন সিং বলে উল্লেখ অভিষেকের। হ্যাশট্যাগ দিয়ে জুড়লেন জনগর্জন। যদিও পদ্ম শিবির সূত্রের খবর, কেন প্রার্থী হতে চাইছেন না, তা নিয়ে আজই পবন সিংয়ের সঙ্গে কথা বলবে বিজেপি নেতৃত্ব।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 03, 2024 1:52 PM IST