Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন

Last Updated:

Bjp Candidate: বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা?

বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা
কলকাতা: লোকসভা ভোটের আগেই প্রায় ২০০ প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসকদল বিজেপি। শনিবার দিল্লিতে দলের সদর দফতর থেকে ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বাংলায় বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদের উপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে বেশ কিছু নতুন মুখও তুলে আনা হয়েছে।
বিশেষ নজরে যাদবপুর, কাঁথি, ঘাটালের মতো হাইভোল্টেজ কেন্দ্র। বোলপুর, আলিপুরদুয়ারেও নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে, বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা? তা নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বাড়ি সাঁইথিয়াতে। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও তাঁকে বিজেপি প্রার্থী করেছিল। হেরে গিয়েছিলেন তিনি। বর্তমানে রাজনীতিতে সক্রিয়ও ছিল না। মহিলা মুখ হিসেবে প্রার্থী করা হল তাঁকে। একুশের ভোটে পরাজিত হওয়ার পরে সেভাবে সক্রিয় বিজেপির কোন কর্মসূচিতেও অংশ নেননি প্রিয়া। পার্টির কোনও পদাধিকারীও নন তিনি।
advertisement
এবার ঘাটালে তৃণমূলের প্রার্থী হবেন দেব, আনুষ্ঠানিক ভাবে এ কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সূত্রেই এ বার ঘাটালে তারকা লড়াই। কারণ ঘাটালে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। ফলে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ঘাটালের দিকেই আলাদা নজর যে থাকবে, তা বলাই বাহুল্য।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement