Bjp Candidate: বোলপুরে বড় চমক বিজেপির! লোকসভায় প্রার্থী প্রিয়া সাহা! কে তিনি? শুনলে চমকে যাবেন
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bjp Candidate: বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা?
কলকাতা: লোকসভা ভোটের আগেই প্রায় ২০০ প্রার্থীর নাম ঘোষণা করে দিল কেন্দ্রের শাসকদল বিজেপি। শনিবার দিল্লিতে দলের সদর দফতর থেকে ঘোষিত ১৯৫ জন প্রার্থীর মধ্যে রয়েছেন বাংলার ২০ জন। বাংলায় বেশিরভাগ আসনে পুরনো প্রার্থীদের উপরই ভরসা রেখেছে পদ্ম শিবির। তবে বেশ কিছু নতুন মুখও তুলে আনা হয়েছে।
বিশেষ নজরে যাদবপুর, কাঁথি, ঘাটালের মতো হাইভোল্টেজ কেন্দ্র। বোলপুর, আলিপুরদুয়ারেও নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে, বিজেপি চমকে দিয়েছে বিশেষ করে বোলপুর কেন্দ্রে। সেখান থেকে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। কে এই প্রিয়া সাহা? তা নিয়ে রাজ্য রাজনীতিতে গুঞ্জন ছড়িয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার বাড়ি সাঁইথিয়াতে। ২০২১ এর বিধানসভা নির্বাচনেও তাঁকে বিজেপি প্রার্থী করেছিল। হেরে গিয়েছিলেন তিনি। বর্তমানে রাজনীতিতে সক্রিয়ও ছিল না। মহিলা মুখ হিসেবে প্রার্থী করা হল তাঁকে। একুশের ভোটে পরাজিত হওয়ার পরে সেভাবে সক্রিয় বিজেপির কোন কর্মসূচিতেও অংশ নেননি প্রিয়া। পার্টির কোনও পদাধিকারীও নন তিনি।
advertisement
এবার ঘাটালে তৃণমূলের প্রার্থী হবেন দেব, আনুষ্ঠানিক ভাবে এ কথা আগেই জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর সেই সূত্রেই এ বার ঘাটালে তারকা লড়াই। কারণ ঘাটালে বিজেপি প্রার্থী ঘোষণা করেছে হিরণ চট্টোপাধ্যায়কে। ফলে লোকসভা কেন্দ্রগুলির মধ্যে ঘাটালের দিকেই আলাদা নজর যে থাকবে, তা বলাই বাহুল্য।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 02, 2024 8:46 PM IST









