তার হাতে ছিল অ্যাসিডের বোতল, আর সে হামলার ভয় দেখায় বলে অভিযোগ। আতঙ্কিত তরুণী কাশিপুর থানায় জেনারেল ডায়েরি (GD) করেন। পুলিশের তরফে অভিযুক্তকে ডেকে এনে মুচলেকা লেখানো হয় বলে অভিযোগকারিণীর দাবি। তিনি জানান, ওই যুবক বলেছে, “পিস পিস করে কেটে খুন করবে, অ্যাসিড ছুড়ে মারার হুমকিও দিয়েছে।”
advertisement
আরও পড়ুন- ‘ধনকে দেখিলু…মনকে চিনলু নাই’ ভাইরাল গানের ‘নায়ক’ এখন কী করেন? জানলে আপনি চমকাতে বাধ্য
তবে সেখানেই শেষ হয়নি আতঙ্ক। শনিবার বারবার ফোন করেও তরুণী ফোন না ধরায়, অভিযুক্ত যুবক তাঁর বাড়ির সামনে গিয়ে হাজির হয় কাটারি জাতীয় ধারালো অস্ত্র, স্ক্রু ড্রাইভার ও ছুরি নিয়ে। প্রাণের ভয় পেয়ে তরুণী ১০০ নম্বরে ডায়েল করে পুলিশের সাহায্য চান। কাশিপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে।
এছাড়াও অভিযোগ উঠেছে, অভিযুক্ত যুবক তরুণীর ব্যক্তিগত ছবি ভাইরাল করার হুমকি দিত। জানা গেছে, অভিযুক্ত একজন ডেলিভারি বয়।
তবে এই ঘটনায় এখনও মুখ খুলতে রাজি নন অভিযোগকারিণী। আগামীকাল সকাল ১১টা নাগাদ শিয়ালদহ আদালতে গিয়ে নিজের বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন তিনি।