২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার ঘটনা খতিয়ে দেখতে এ রাজ্যে একটি সত্যানুসন্ধানী দল পাঠিয়েছিল বিজেপি। সেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সি ভি আনন্দ বোস। রাজ্যের বিভিন্ন জেলা ঘুরে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে একটি পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করেছিল এই সত্যানুসন্ধান কমিটি। রিপোর্টে দাবি করা হয়েছিল, নির্বাচনের আগে এবং পরে বঙ্গে লাগাতার রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে। চলেছে দেদার বাড়ি ভাঙচুর, সম্পত্তি নষ্ট করার মতো ঘটনা।
advertisement
আরও পড়ুন, মমতা বেরোতেই তুমুল হট্টগোল বিধানসভায়, বড় ইস্যুতে সুর চড়াল বিজেপি
এমনকী, বিশেষ রাজনৈতিক দল করায় দরিদ্রদের অর্থনৈতিক ভাবে বঞ্চিত করার অভিযোগও তোলা হয়েছিল আনন্দ বোসেদের সেই রিপোর্টে। অনেকে আতঙ্কে ঘরছাড়া হয়ে ভিনরাজ্যে আশ্রয় নিয়েছিলেন বলেও রিপোর্টে দাবি করেছিলেন সি ভি আনন্দেরা। সবশেষে, বিজেপির সত্যানুসন্ধান কমিটির সেই রিপোর্ট জমা পড়েছিল বিজেপির কেন্দ্রীয় দফতরে। যদিও বিজেপির সেই রিপোর্টকে কখনওই খুব একটা আমল দিতে চায়নি শাসকদল তৃণমূল।
কিন্তু এখানে লক্ষ্য করার মতো একটা বিষয় আছে। তা হল, বিজেপির সত্যানুসন্ধান কমিটির সেই সি ভি আনন্দ বোসই বর্তমানে আসীন হয়েছেন বঙ্গের সাংবিধানিক শীর্ষপদে। বুধবারই রাজ্যের নতুন রাজ্যপালের পদে শপথ নিয়েছেন এই প্রাক্তন আমলা। এদিনের শপথগ্রহণ অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্পর্কে ইতিবাচক মন্তব্যও করেছেন আনন্দ।