TRENDING:

Haridevpur: ১০ বছর ধরে একটানা সেফ হোমের ভিতরে নাবালিকাকে ধর্ষণ! সামনে এল হরিদেবপুরের কদর্য ঘটনা, গ্রেফতার প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা

Last Updated:

জানা গিয়েছে, নারী এবং শিশু সুরক্ষা কমিশনে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই যৌথভাবে অভিযানে নামে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফের সামনে এল সেফ হোমের কদর্য চেহারা৷ হোমের ভিতরে দিনের পর দিন, টানা ১০ বছর নাবালিকাকে ধর্ষণ৷ আবারও সামনে এল শিউরে ওঠার মতো ঘটনা৷ ইতিমধ্যেই হোমের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক জীবেশ দত্ত এবং হোমের প্রিন্সিপালকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ৷ অভিযুক্ত দু’জনের বিরুদ্ধে পকসো-সহ তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
advertisement

এক ব্যক্তিকে আটক করা হয়েছে৷ অন্যান্য অভিযুক্তদেরও খোঁজ চলছে৷ আপাতত, সেফ হোমে থাকা বাচ্চাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্যত্র৷

আরও পড়ুন: তিন ‘রায়’-এ রায় দেবে ধূপগুড়ি! বাম, বিজেপি না তৃণমূল, কে হাসবে শেষ হাসি?

জানা গিয়েছে, নারী এবং শিশু সুরক্ষা কমিশনে যৌন হেনস্থার অভিযোগ জমা পড়েছিল৷ সেই অভিযোগের ভিত্তিতেই যৌথভাবে অভিযানে নামে স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিট ও চাইল্ড ওয়েলফেয়ার কমিশন। যৌথ অভিযানে সামনে আসে, শুধুই যৌন হেনস্থা নয়, পাশাপাশি ২০১০ সাল থেকে দিনের পর দিন ধর্ষণের ঘটনাও ঘটেছে ওই ব্লাইন্ড স্কুল অ্যান্ড চিল্ড্রেন্স হোমে।

advertisement

আরও পড়ুন: পেনশন হিসাবে পান এক লক্ষ টাকা, তার উপর বই বিক্রি.. বেতন না নেওয়ার কারণ নিজেই জানালেন মমতা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সব খতিয়ে দেখার পরে অভিযোগ দায়ের হয় হরিদেবপুর থানায়৷ মামলা রুজু করে শুরু হয় তদন্ত। এরপরেই হোমের প্রতিষ্ঠাতা তথা সম্পাদক এবং প্রিন্সিপালকে গ্রেফতার করে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Haridevpur: ১০ বছর ধরে একটানা সেফ হোমের ভিতরে নাবালিকাকে ধর্ষণ! সামনে এল হরিদেবপুরের কদর্য ঘটনা, গ্রেফতার প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল