ফিরহাদ বলেন, ''অর্জুন চৌরাশিয়ার পরিবার ভালো বলেছে, কারণ লাশ ধরার রাজনীতি ঠিক নয়। অমিত শাহের ওই পদে থেকে রাজনৈতিক হত্যা বলা গুরুত্বহীনতার কাজ। এখন সেটা বুঝতে পারছেন। এখন আবার রাজ্যপালের কাছে নাটক করতে চলে গেছে বিজেপি। আসলে ওরা খবরে থাকতে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এখানে, প্রশাসন নিরপেক্ষ ও সত্যতার পথেই চলবে, আদালতেই এর যোগ্য জবাব পাবে বিজেপি।''
advertisement
আরও পড়ুন: 'নেশন উইথ নমো'র হয়ে কাজ করতে চান? চুক্তি করে সুযোগ দিচ্ছে বিজেপি! কী করতে হবে?
শেষ বাংলা সফরে এসে অনুপ্রবেশ নিয়ে ফের সুর চড়িয়েছিলেন অমিত শাহ। সওয়াল করেছিলেন সিএএ নিয়েও। জানিয়ে গিয়েছেন, করোনা 'মিটলেই' হবে সিএএ। এদিন এই দুটি বিষয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শানান ফিরহাদ। বলেন, ''বাংলায় অনুপ্রবেশ বলে কিছু নেই, যারা এসেছিলেন তারা থাকছেন। রোজ কোনও অনুপ্রবেশ হয় না, প্রচুর কর্মচারী চলে যাচ্ছেন বাংলাদেশে। মোদি সরকার অর্থনীতি নষ্ট করে দিচ্ছে। আর বিএসএফ কার? বাংলার পুলিশের উপর বদনাম করে কী হবে, সীমান্তে সমস্যা হলে অমিত শাহের পদত্যাগ করা উচিত।''
আরও পড়ুন: অর্জুন মৃত্যু রহস্য, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নতুন করে তপ্ত রাজনীতির ময়দান
সিএএ নিয়েও অমিত শাহকে কটাক্ষ করেছেন কলকাতার মেয়র। সিএএ দিয়ে বিজেপি যে মানুষকে বোকা বানাচ্ছে, সেই বিষয়টিও এদিন ফের একবার জানিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, ''আবার ২৪-এ নির্বাচন আসছে, আবার বিজেপি বোকা বানাবে আবার নির্বাচন চলে গেলেই টুপ করে চলে যাবে। অমিত শাহের কথায় কেউ আর বিশ্বাস করবে না।''