Arjun Chourasia death: অর্জুন মৃত্যু রহস্য, ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই নতুন করে তপ্ত রাজনীতির ময়দান
- Published by:Pooja Basu
Last Updated:
তৃণমূল বলছে আত্মহত্যা। গেরুয়া শিবিরের প্রশ্ন, কে লাগালো ফাঁস? চাপান উতোর তুঙ্গে।
#কলকাতা: কাশীপুরের বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যু মামলায় উত্তাল হয়েছিল কলকাতা। অর্জুনকে খুন করা হয়েছে বলে শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলনে নামে বিজেপি। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পৌঁছে গিয়েছিলেন অর্জুনের বাড়িতে। তবে অর্জুনকে যে খুন করা হয়েছে এমন অকাট্য তথ্য উঠে এল না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে। ঝুলন্ত অবস্থায় ফাঁস লেগে মৃত্যু, অ্যান্টেমর্টেম ইন নেচার। এমনটাই ইঙ্গিত ময়নাতদন্তে। আর এই ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
আরও পড়ুন TMC criticizes Amit Shah: ক্ষমা চান অমিত শাহ, অর্জুন চৌরাসিয়া ইস্যুতে এবার সুর চড়ালো তৃণমূল কংগ্রেস
advertisement
একদিকে যেমন শাসক দল তৃণমূল কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে দেহ নিয়ে রাজনীতি করার ব্যাপারে সরব হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে এখনও খুনের তত্ত্বেই অনড়। বঙ্গ বিজেপি নেতৃত্বের কথায়, ময়নাতদন্তের রিপোর্টে তো কোথাও বলেনি যে, খুন করা হয়নি। বলা হয়েছে গলায় ফাঁস লেগে মৃত্যু। আমাদের প্রশ্ন অর্জুনের গলায় কে ফাঁস লাগালো? বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ আগেই বলেছিলেন, Bjp কর্মীরা এতো দুর্বল নন যে তাঁরা আত্মহত্যা করবেন। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা বললেন, 'যুবনেতা অর্জুনকে হত্যাই করা হয়েছে। ময়নাতদন্তের যে রিপোর্ট এসেছে তা প্রাথমিক। অস্বাভাবিক মৃত্যুর আসল কারণ কী তা সঠিক সময়েই জানা যাবে। রাজ্যের পুলিশের তদন্তে আমাদের আস্থা নেই। আমরা চাই সিবিআই তদন্ত'।
advertisement
শুভেন্দু অধিকারীদের মত খুনের তত্ত্বেই অনড় অর্জুনের পরিবারও। বিজেপির তরফে মঙ্গলবার শহীদ পরিবারদের নিয়ে রানী রাসমণি রোডে ধর্না অবস্থানেও অর্জুনের মা সাফ জানান,' ছেলেকে হত্যাই করা হয়েছে। সিবিআই তদন্ত চাই'। অর্জুন চৌরাসিয়ার ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে এবার বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে শুরু করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, মিথ্যা কথা বলেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী। তাই তাঁকে ক্ষমা চাইতে হবে'। তবে বিজেপি তৃণমূলের এই অভিযোগকে খুব একটা আমল না দিয়ে অর্জুুনের মৃত্যু রহস্য ভেদ করতে পারে একমাত্র সিবিআই ই বলে পাল্টা বক্তব্যে সরব। বিজেপির প্রশ্ন , অর্জুনের গলায় ফাঁস কী করে লাগল? আর কেইবা লাগালো? আমরা জানতে চাই। তৃণমূল কংগ্রেসের পাল্টা বক্তব্য, 'ওদের সাথে তো জনগণ নেই। তাই ওরা দেহ নিয়েই রাজনীতি করুক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 11, 2022 11:22 AM IST