Arjun Chourasia death: অর্জুন চৌরাশিয়ার ময়নাতদন্তের রির্পোট, সিট-কে সাহায্য করলেও পরিবারের একাংশ চায় CBI তদন্ত
- Published by:Pooja Basu
Last Updated:
হাইকোর্টে ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে আত্মহত্যার কথা৷ কী কারণে আত্মহত্যা, জানতে চায় পরিবার৷
#কলকাতা: কাশিপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়া (Arjun Chourasia) রহস্য মৃত্যুতে ময়নাতদন্ত রিপোর্ট হাইকোর্টে জমার পর মৃতর পরিবার জানান স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিটকে সহযোগিতা করবেন তাঁরা। মৃতের মেজ দাদা অমিত চৌরাশিয়া জানান, " হাইকোর্টে যে ময়না তদন্তের রিপোর্ট জমা পড়েছে সেখানে গলায় ফাঁস লেগে মৃত্যুর উল্লেখ রয়েছে। অর্থাৎ আত্মহত্যার দিকে ইঙ্গিত। যদিও ভাইয়ের এভাবে মৃত্যুর কথা কিছুতেই মানতে পারছে না পরিবার৷ কারণ তাঁর মেজদাদা জানিয়েছেন যে অর্জুনের সঙ্গে তাদের দুই ভাইয়ের কোনও সমস্যা ছিল না৷ তবুও আত্মহত্যার বিষয়টি মেনে, আত্মহত্যার কারণ খুঁজে বের করার অনুরোধ জানান অর্জুনর মেজদাদা৷
আরও পড়ুন TMC criticizes Amit Shah: ক্ষমা চান অমিত শাহ, অর্জুন চৌরাসিয়া ইস্যুতে এবার সুর চড়ালো তৃণমূল কংগ্রেস
advertisement
কিন্তু প্রশ্ন উঠছে কী কারণে মৃত্যু? পারিবারিক অশান্তি নাকি দলের চাপ নাকি অন্য কোনও কারণ? মৃতের পরিবারের দাবি, ভাইদের মধ্যে সুসম্পর্ক ছিল। কোনও সমস্যা ছিল না। তবে অর্জুনর মেজদাদার সঙ্গে একমত নন অর্জুনর মা ও বড়দাদা৷ মঙ্গলবার তাঁরা হাইকোর্টে যান। তাদের দাবি, অর্জুনের মৃত্যুতে সিবিআই তদন্ত হোক। যদিও পরিবারের তরফ থেকে জানানো হয়, তদন্তে সিট-কে সহযোগিতা করা হবে৷
advertisement
মঙ্গলবার হাইকোর্টে অর্জুন চৌরাশিয়ার ময়না তদন্ত রিপোর্ট জমা পড়ে। ইতিমধ্যে চিৎপুর থানা অস্বাভাবিক মৃত্যু মামলা তদন্ত শুরু করেছে। কলকাতা পুলিশের তরফে গঠিত হয়েছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট। ঘটনাস্থল ঘুরে দেখেন কর্তারা। মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন সিটের আধিকারিকরা। প্রসঙ্গত গত ৬ মে কাশিপুরে বিজেপি নেতা অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় পরিত্যক্ত রেলের আবাসন থেকে। মৃতের পরিবারের দাবি, অর্জুনকে হত্যা করা হয়েছে। পুলিশ দেহ উদ্ধার করতে এলে বাঁধা পায়, স্থানীয়দের সঙ্গে ঝামেলা হয়। শেষমেষ অর্জুনের দেহ উদ্ধার করে চিৎপুর থানার পুলিশ। শুরু হয় রাজনীতিতে তোলপাড়। বিজেপি নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা আসেন ঘটনাস্থলে। পরিবার দাবি করেন সিবিআই তদন্ত। দ্বারস্থ হন হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশে এরপর কমান্ডো হাসপাতালে দেহের ময়না তদন্ত হয়। সেই রিপোর্ট মঙ্গলবার হাইকোর্টে জমা পরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 6:40 PM IST