জানা গিয়েছে, দো’তলায় আগুন লেগেছিল, সেটি কার্যালয়ের ডেটা সেন্টার। এই বিল্ডিংয়ে বিভিন্ন বানিজ্যিক দফতর রয়েছে। তবে অগ্নিকাণ্ডের জেরে কোনও বিপত্তি হয়নি। আগুন ইতিমধ্যেই নিভে গিয়েছে।
এদিকে, প্রত্যাশিত ভাবেই কালীগঞ্জ পুনর্দখল করল তৃণমূল কংগ্রেস৷ ভোট গণনা শুরু হওয়ার পর শুরু থেকেই এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ৷ প্রথম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে দু নম্বরে উঠে আসেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী৷ এর পরের কয়েকটি রাউন্ডে আবার দু’নম্বরে উঠে আসেন বিজেপি প্রার্থী৷ আবার সপ্তম, অষ্টম রাউন্ডে বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ৷ যদিও এরপর ক্রমশ পিছিয়ে পড়তে থাকেন তিনি৷ ২০২১ সালে কালীগঞ্জ বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী নাসিরুদ্দিন আহমেদ৷ তাঁর মৃত্যুতেই কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে৷
advertisement