জানা গিয়েছে ঢাকুরিয়া রেল গেটের কাছে বস্তিতে যে আগুন লাগে তা মূলত রান্না করার সময়। বস্তির মধ্যে একটি ঝুপড়িতে রান্না হচ্ছিল, সেখান থেকেই অসাবধানতাবশত আচমকাই আগুন লেগে যায়। কিছু ক্ষণের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। ঝুপড়ি পুড়তে শুরু করে। এই অবস্থায় দমকলকে খবর দেওয়া হয়। কিন্তু দমকল আসতে দেরী করে ফলে দমকলের বিরুদ্ধে ক্ষোভ দেখাতে শুরু করেন স্থানয়ীরা
advertisement
আরও পড়ুন : নদীতে ভেসে যাচ্ছিল কাঠ, হয়ে গেল মহিলা! কাণ্ড দেখে চক্ষু চড়কগাছ গ্রামবাসীর
অন্যদিকে, দমকল জানায়, সরু গলি হওয়ার কারণে তাঁদের ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগে যায় বেশকিছুটা। তাঁরা রেলের উপর ক্ষোভ প্রকাশ করে। তাঁদের মতে রেলের অগ্নি নির্বাপণ ব্যবস্থা থাকা উচিত। বর্তমানে এলাকার বাসিন্দাদের জন্য ত্রিপল ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন : ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি! সফল প্রতিস্থাপনে আশার আলো দেখালেন মার্কিন চিকিৎসকরা
পাশাপাশি রেল কতৃপক্ষকে পদক্ষেপ করার জন্য জানানো হবে। পুনর্বাসনের জন্য পদক্ষেপ করছে রাজ্যও।