Gene-Edited Pig Kidney Transplant : ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি! সফল প্রতিস্থাপনে আশার আলো দেখালেন মার্কিন চিকিৎসকরা
- Published by:Sayani Rana
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
World’s First Genetically-Edited Pig Kidney Transplant : ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি সফল প্রতিস্থাপন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রথম জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি জীবিত মানুষের শরীরে প্রতিস্থাপন করা হল।
মার্কিন যুক্তরাষ্ট্র: ৬২ বছরের বৃদ্ধের শরীরে শূকরের কিডনি সফল প্রতিস্থাপন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, এই প্রথম জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি জীবিত মানুষের শরীরে প্রতিস্থাপন করা হল।
এর আগে ব্রেন ডেড রোগীর শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। দুজন পুরুষ রোগীর শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপনও করা হয়। যদিও কয়েক মাসের মধ্যেই তাঁরা মারা যান। তবে এবার অস্ত্রোপচারের পর দ্রুত সুস্থ হয়ে উঠছেন ম্যাসাচুসেটসের ওয়েমাউথের বাসিন্দা রিচার্ড ‘রিক’ স্লেম্যান। ট্রান্সপ্ল্যান্ট সার্জন ডা. তাতসুও কাওয়াই এবং তাঁর দল জানিয়েছেন, রোগীকে দ্রুত ছেড়ে দেওয়া হবে।
advertisement
advertisement
ডা. কাওয়াই আশা করছেন, শূকরের কিডনি কমপক্ষে ২ বছর ভালভাবে কাজ করবে। যদি কোনও গড়বড় হয়, তাহলে ফের স্লেম্যানের ডায়ালিসিস শুরু হবে। এমনটাই জানিয়েছেন, কিডনি বিশেষজ্ঞ ডা. উইনফ্রেড উইলিয়ামস। তিনি বলেছেন, যাঁদের শরীরে শূকরের হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল, তাঁরা অত্যন্ত দুর্বল ছিলেন। সেদিক থেকে স্লেম্যান “বেশ শক্তিশালী”।
advertisement
২০১৮ সালে প্রথমবার স্লেম্যানের কিডনি প্রতিস্থাপন হয়েছিল। কিন্তু গত বছর ফের কিডনি ফেল করে। ডায়ালিসিস শুরু হয়। বেশ কিছু জটিলতাও দেখা দেয়। তখন চিকিৎসকরা তাঁকে শূকরের কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। একটি বিবৃতিতে এ কথা জানিয়েছে হাসপাতাল। স্লেম্যান নিজে বলছেন, “এতে শুধু আমার উপকার হবে তাই নয়। হাজার হাজার রোগী, যাদের বেঁচে থাকার জন্য ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, তাঁদেরও আশা জোগাবে’।
advertisement
সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা জানিয়েছেন, মানব শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করতে চার ঘণ্টা সময় লেগেছে। ট্রান্সপ্ল্যান্টের পর কিডনি যখন গোলাপি রঙ নিল এবং স্লেম্যান প্রস্রাব করতে শুরু করলেন, তখন অপারেশন থিয়েটারে উপস্থিত ১৫ জন চিকিৎসক, নার্স হাততালি দিয়ে উঠেছিলেন। ডা. কাওয়াই বলছেন, “এটা আমার দেখা সবচেয়ে সুন্দর কিডনি”।
ইউটি সাউথওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের সার্জিক্যাল ট্রান্সপ্ল্যান্টেশনের প্রধান ডা. পারসিয়া ভ্যাগেফি এই ঘটনাকে “বড় পদক্ষেপ” বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, “অন্যান্য রোগীদের এই সুবিধা দেওয়ার আগে আরও গবেষণার প্রয়োজন”।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2024 1:43 PM IST