' বাংলা ও বাঙালির গল্প ' শীর্ষক এই প্রদর্শনীর মূল আকর্ষণ ১০৮ জন শ্রেষ্ঠ বাঙালি, যাঁরা বিশ্বের দরবারে আপন গুণে শ্রেষ্ঠত্বের অধিকারী,তাঁদের প্রত্যেককে রেখায় ফুটিয়ে তোলা। বিড়লা অ্যাকাডেমির তিনতলা জুড়ে সর্বত্র রবীন্দ্রনাথ থেকে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, রবি ঘোষ, কানন দেবী, লীলা মজুমদার,সৌরভ গঙ্গোপাধ্যায়, চিত্রশিল্পী চিত্তপ্রসাদ, সোমনাথ হোর, আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের চিত্রশিল্পী জয়নুল আবেদিন-সহ ১০৮ জনের ছবি। প্রত্যেকটি ছবির শিল্পী শুভেন্দু ঘোষাল। এই প্রদর্শনীতে ' বাঙালি অষ্টোত্তর শতনাম ' নামে একটি বইয়ের প্রকাশও করা হয়।
advertisement
আরও পড়ুন : তিন অনাথ ভাইবোনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন থানার আইসি এবং পুলিশকর্মীরা
আরও পড়ুন : ১ লক্ষ মেট্রিক টন আমের ফলন কম মালদহে! সাধারণের নাগালের বাইরে যেতে পারে আমের দাম
প্রখ্যাত শিল্প সংগ্রাহক জ্যোতির্ময় ভট্টাচার্য্য এই গোটা প্রদর্শনীর ব্যবস্থাপক ছিলেন। তিনি বলেন, " মাতৃভাষাকে ভালবেসে যতদূর যা যা করতে পারি, আমি সব করব। প্রত্যেক পরিবারের উচিত শিশুকে মাতৃভাষায় আরও দক্ষ করা৷ এই বাংলায় যা আছে তার শেষ নেই৷ সারা বিশ্বের দরবারে বাংলা অত্যন্ত সমৃদ্ধ।" প্রদর্শনীতে চিত্রশিল্পী শুভেন্দু ঘোষাল বেশ কয়েকজন শিশুকে বাংলা ভাষার মাধ্যমে ছবি আঁকা শেখান। তিনিও জানান," এই ভাষা আমার হৃদয়ের। এই বাংলা ভাষার মতন মাধুর্য আমি অন্য কিছু তে পাই না। এই ভাষাই আমার সবকিছু।"