গোপন সূত্রে খবর আসে, বিহার ও ঝাড়খন্ড থেকে চারটি হাতির দাঁত পাচার করে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এরপরই এই দুই সংস্থার আধিকারিকরা আন্তরাজ্য পাচার চক্রটিকে ধরতে ফাঁদ পাতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হাজরা মোড়ে ক্রেতা সেজে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করেন ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর অফিসাররা।
advertisement
ধুলো পড়ে ‘বেহাল’ সিলিং ফ্যান? ‘মই’ ছাড়াই এই উপায়ে ৫ মিনিটে পরিষ্কার করুন…ঝড়ের মতো হাওয়া পাবেন!
ওয়েটিং ‘টিকিট’? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে…জেনে নিন!
অভিযুক্ত চার ব্যক্তি যখন হাতির দাঁতগুলির বিনিময়ে টাকা লেনদেনের জন্য হাজির হন, তখনই বন দফতরের আগে থেকে মোতায়েন করা আধিকারিকরা তাদের ঘিরে ফেলেন। তাদের কাছ থেকে চারটি বিশালাকার হাতির দাঁত উদ্ধার করা হয়। বন দফতর সূত্রে খবর, এই হাতির দাঁত আন্তর্জাতিক বাজারে চড়া দামে বিক্রি হওয়ার সম্ভাবনা ছিল।
৭৮৫টি সিম কার্ড! নাম এক, কিন্তু পরিচয় আলাদা! কলকাতার দেবলীনা যা কাণ্ড ঘটাল, গোটা দেশ পুরো থ…!
গ্রেফতারকৃত চার ব্যক্তি বিহার ও ঝাড়খন্ডের বাসিন্দা। বন দফতরের আধিকারিকরা এখন জানার চেষ্টা করছেন, এই চক্রের সঙ্গে আরও কোনও বড় নেটওয়ার্ক জড়িত রয়েছে কি না। পাচারকৃত হাতির দাঁতগুলি কোথায় নিয়ে যাওয়া হত, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।