উত্তরবঙ্গের পরিস্থিতি খারাপ থাকায় আপাতত বৈঠকে যোগ দিচ্ছেন না উত্তরবঙ্গের আধিকারিকরা। ৮ দফা বিষয় নিয়ে বৈঠকে হবে আলোচনা। কোন কোন বিষয়ে আলোচনা হবে?
১) ২০০২ সালে ভোটার তালিকায় যাঁদের নাম রয়েছে, বর্তমান তালিকায় তাঁদের নাম রয়েছে কী না, তাঁ দেখা হবে
২) বিএলও নিয়োগ ও প্রশিক্ষণ
৩)বিএলও-দের সহযোগিতা করতে স্বেচ্ছাসেবক চিহ্নিত করা
advertisement
৪)বিএলও-দের কিটে কী কী থাকবে, তা নির্দিষ্ট করে দেওয়া
৫) এসআইআর-এর ফর্ম তৈরি করতে হবে এ-ফোর সাইজের পাতার ম্যাপে
৬) সাম্প্রতিককালে ফর্ম ৬ অর্থাৎ ভোটার তালিকায় কত আবেদন জমা পড়েছে, কতজনের নাম বাদ দেওয়া হয়েছে এবং কতজন ঠিকানা বদল করার জন্য আবেদন জানিয়েছেন, তার স্ট্যাটাস রিপোর্ট তৈরি করা
৭) এসআইআর সংক্রান্ত বিস্তারিত ইস্যু
৮) বিএলও নিয়োগ বা বুথ পুনর্গঠন নিয়ে অভিযোগ থাকলে তা নিয়ে আলোচনা করা হবে।
সকাল ১০ টা থেকে এই বৈঠক শুরু হবে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। জানা গিয়েছে, SIR নিয়ে প্রস্তুতি খতিয়ে দেখতেই বাংলায় আসছে কমিশনের বিশেষ টিম। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিশেষ নজর দিচ্ছে তারা। রাজ্যে এসে ওই তিন জেলার সঙ্গে আলাদা বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। এছাড়া রাজারহাট-গোপালাপুরে সব আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাঁরা। বুধবার সকাল দশটা থেকে উত্তরবঙ্গ বাদে সব জেলার জেলাশাসক, ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার-দের সঙ্গে বৈঠক করবেন জ্ঞানেশ ভারতীরা। বৈঠক শেষে প্রথমে রাজারহাট-গোপালপুর তারপর বারাসত যাবেন। বৃহস্পতিবার সকাল দশটায় কোলাঘাটে পৌঁছবেন। সেখানে তিন জেলা-পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন।
আরও পড়ুন:উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
বুধবার ও বৃহস্পতিবার দফায় দফায় বৈঠকে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার রাজারহাট ও বারাসতে জোড়া বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের। রাজারহাট জেলা পরিষদ অডিটরিয়ামে রাজারহাট – নিউটাউন, রাজারহাট – গোপালপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কাজে যুক্ত সমস্ত আধিকারিক থেকে বিএলও-দের নিয়ে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। সন্ধেবেলায় বারাসতে উত্তর ২৪ পরগনার ৩২ টি বিধানসভা কেন্দ্রে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার-সহ ভোটের কাজে যুক্ত সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তাঁরা।
বৃহস্পতিবার কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ৫০০-রও বেশি বুথের বুথ লেভেল অফিসারদের নিয়ে বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। একাধিক বুথে ম্যাপিং এর কাজ কেন ঠিকঠাক হচ্ছে না? তা নিয়ে বৈঠকে প্রশ্ন তুলতে পারেন জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।