Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর ! বিনা বাধায় এবার রাস্তা পেরিয়ে যান এই মেট্রো স্টেশনের মধ্যে দিয়েই

Last Updated:

সেক্টর ফাইভ মেট্রো স্টেশন কলকাতা মেট্রো লাইনের গ্রিন লাইন-এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা হাওড়া ময়দান ও শিয়ালদহের সঙ্গে সল্টলেক সেক্টর-ফাইভকে সংযুক্ত করেছে। এটি কলকাতা মেট্রো পরিষেবার একটি অবিচ্ছেদ্য অংশ এবং মূলত সল্টলেক সেক্টর ফাইভ-কে কলকাতা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে যুক্ত করে। 

মেট্রো যাত্রীদের জন্য সুখবর !
মেট্রো যাত্রীদের জন্য সুখবর !
আবীর ঘোষাল, কলকাতা: সল্টলেক সেক্টর ফাইভ স্টেশনে গ্রিন লাইনের যাত্রীদের সুবিধার্থে নতুন ফুট ওভার ব্রিজ (FOB)। সেক্টর ফাইভ মেট্রো স্টেশন কলকাতা মেট্রো লাইনের গ্রিন লাইন-এর একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যা হাওড়া ময়দান ও শিয়ালদহের সঙ্গে সল্টলেক সেক্টর-ফাইভকে সংযুক্ত করেছে। এটি কলকাতা মেট্রো পরিষেবার একটি অবিচ্ছেদ্য অংশ এবং মূলত সল্টলেক সেক্টর ফাইভ-কে কলকাতা শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে যুক্ত করে।
সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ব্যবহারকারী যাত্রীদের জন্য মেট্রো যাতায়াত আরও সুবিধাজনক করার জন্য মেট্রো রেলওয়ে একটি নতুন উদ্যোগ নিয়েছে। যাত্রীদের যাতায়াতে সুবিধা বাড়াতে এই স্টেশনে একটি নতুন ফুট ওভার ব্রিজ (FOB) খোলা হয়েছে যা যাত্রীদের ৪ নম্বর গেট দিয়ে রাস্তা পার না হয়ে সরাসরি সেক্টর ফাইভ-এর আইটি হাবে পৌঁছানোর সুযোগ করে দেয়, যার ফলে নিরাপত্তা এবং অ্যাক্সেসযোগ্যতা উন্নত হয়। এই সুবিধাটি পরীক্ষার্থীদের এবং অফিসে যাতায়াতকারী পেশাদারদের জন্য বিশেষভাবে উপকারী। এটি যাত্রীদের সংযোগ এবং সুবিধা উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে, বিশেষ করে ব্যস্ত সময়ে, যানজট কমিয়ে, যাতায়াতের সময় সাশ্রয় করে এবং একটি মসৃণ, আরও নিরবচ্ছিন্ন পরিবহণ অভিজ্ঞতা প্রদান করে।
advertisement
advertisement
অরেঞ্জ লাইনের আইটি সেন্টার মেট্রো স্টেশনটি চালু হয়ে গেলে, এই এফওবি যাত্রীদের দ্রুত, নিরাপদ এবং আরও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করে গ্রিন লাইন এবং অরেঞ্জ লাইনের মধ্যে আদান-প্রদান করতে সক্ষম করবে। এই নতুন ফুট ওভার ব্রিজ (এফওবি) যা গ্রিন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ স্টেশন এবং অরেঞ্জ লাইনের আইটি সেন্টার স্টেশনকে সংযুক্ত করবে, এর দৈর্ঘ্য প্রায় ৫৫ মিটার এবং প্রস্থ ৪ মিটার। মেট্রো স্টেশন থেকে বাইরে এসে ব্যস্ত রাস্তা পার হওয়া এক বিরাট সমস্যা। বিশেষত অফিসের সময়ে। সে কথা ভেবেই যাত্রীদের জন্য স্কাইওয়াক বা ফুটওভার ব্রিজ তৈরি করল মেট্রো রেল। বর্তমানে এই স্টেশনে বেড়েছে যাত্রীর সংখ্যা। আগামীদিনে তা আরও বাড়বে। তাই এই বিশেষ উদ্যোগ।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর ! বিনা বাধায় এবার রাস্তা পেরিয়ে যান এই মেট্রো স্টেশনের মধ্যে দিয়েই
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement