কলকাতা পুলিশের এসটিএফ এবং গোলাবাড়ি থানার পুলিশের যৌথ অভিযানে ধরা পড়ে পঞ্জাবের ঘনশ্যাম গ্যাং-এর এই তিন সদস্য৷ আজই তাদের আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পঞ্জাব পুলিশ৷
গত ১৫ ডিসেম্বর মোহালিতে একটি কবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েছিলেন রানা বালাচাউর৷ তখনই ৩০ বছর বয়সি ওই কবাডি খেলোয়াড়কে গুলি করা হয়৷ গুরুতর আহত অবস্থায় হাসাপাতালে ভর্তি করা হলেও পরে মৃত্যু হয় ওই কবাডি খেলোয়াড়ের৷ কবাডি খেলার পাশাপাশি প্রমোটিং-ও করতেন তিনি৷
advertisement
ঘটনার পরই খুনিদের খোঁজে তল্লাশি শুরু করে পঞ্জাব পুলিশ৷ সূত্রের খবর, পঞ্জাব থেকে পালিয়ে প্রথমে কলকাতায় এসে একটি হোটেলে আশ্রয় নেয় তিন অভিযুক্ত৷ সেখান থেকে তারা চলে যায় সিকিমের গ্যাংটকে৷ গ্যাংটকে বেশ কয়েকদিন কাটিয়ে ফের কলকাতার হোটেলে ফেরে তারা৷ এর পর এ দিন হাওড়া স্টেশনে টাকা নিতে এসেই পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন জন৷
