TRENDING:

Job Scam: 'রামধনুর খুব কাছে', আদালতে বিস্ফোরক দাবি ইডি-র! প্রভাবশালীদের বুক কাঁপছে?

Last Updated:

ইডি-র অভিযোগ, যেভাবে শিক্ষা দফতরে দুর্নীতির চক্রান্ত হয়েছিল, তাতে পার্থ চট্টোপাধ্যায় 'শিক্ষক' এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 'ছাত্র'৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সাধারণ মানুষ থেকে আদালতের বিচারক- বিচারপতি৷ নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কাণ্ডের তদন্ত কবে শেষ হবে এবং মূল মাথাদের নাম কবে সামনে আসবে, এই প্রশ্ন কমবেশি সবাই তুলেছেন৷ এবার আদালতেই ইডি ইঙ্গিত দিল, নিয়োগ দুর্নীতির তদন্তের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে তারা৷ ইডি-র আইনজীবীর কথায়, তারা রামধনুর খুব কাছে পৌঁছে গিয়েছেন৷
দুর্নীতি কাণ্ডে আরও প্রভাবশালীদের নাম পেয়েছে ইডি।
দুর্নীতি কাণ্ডে আরও প্রভাবশালীদের নাম পেয়েছে ইডি।
advertisement

এ দিন হুগলির তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে ফের একবার আদালতে পেশ করে ইডি৷ আদালতে এ দিন ইডি দাবি করেছে, শান্তনুর অন্তত ১৩টি সম্পত্তির হদিশ পেয়েছে তারা৷ বেনামে আরও পাঁচটি সম্পত্তির খোঁজ মিলেছে৷ ইডি-র অভিযোগ, যেভাবে শিক্ষা দফতরে দুর্নীতির চক্রান্ত হয়েছিল, তাতে পার্থ চট্টোপাধ্যায় 'শিক্ষক' এবং শান্তনু বন্দ্যোপাধ্যায় 'ছাত্র'৷ বছরে যাঁর ৬ লক্ষ টাকা উপার্জন, সেই শান্তনুর কীভাবে কোটি কোটি টাকার টাকার সম্পত্তি হল, এ দিন আদালতে সেই প্রশ্নও তুলেছে ইডি৷

advertisement

আরও পড়ুন: চাকরির টোপ, বন্ধুত্ব পাতিয়ে রিসর্টে নিয়ে গৃহবধূর সর্বনাশ করল পুলিশ কনস্টেবল

এই সূত্রেই ইডি-র আইনজীবী ফের দাবি করেন, তারা তদন্তে বহু প্রভাবশালীর নাম পেয়েছেন৷ সেই সমস্ত নাম আদালতে না বলা হলেও কেস ডায়েরিতে রয়েছে৷ ইঙ্গিতপূর্ণ ভাবে ইডি-র আইনজীবী বিচারকের উদ্দেশ্যে বলেন, 'প্রতি বছর শীতের পর বসন্ত আসে, তারপরেই তীব্র গরম। গরমের পর আসে বর্ষা। তারপর তৈরি হয় রামধনু। বাংলা ও দেশের মানুষকে বলছি, একটু ধৈর্য ধরুন। আমরা রামধনুর কাছাকাছি,এই মুহুর্তে আমরা বসন্তে আছি৷'

advertisement

আদালতে এ দিন ইডি দাবি করে, শান্তনু ২০১৪ সালের টেট পরীক্ষার নিয়োগ প্রক্রিয়ায় হওয়া দুর্নীতির সঙ্গে যুক্ত৷ ২০১২ সালের টেট পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও মিলেছে শান্তনুর ফোন থেকে৷

আরও পড়ুন: ইডি-র নজরে এবার সিউড়ি থানার ওসি! গরু-মামলা নাকি অনুব্রত-ঘনিষ্ঠতা, কারণ কী? তুঙ্গে জল্পনা

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী এ দিন দাবি করেন, তাঁর মক্কেলের কিডনির সমস্যা রয়েছে৷ ফলে তাঁর যথাযথ চিকিৎসার প্রয়োজন৷ যদিও জামিনের প্রবল বিরোধিতা করেন ইডি-র আইনজীবী৷ তিনি বিচারককে আরও বলেন, 'আমরা বলছি এটা দুর্নীতির সোনার খনি৷ অয়ন শীল নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ অয়নের গ্রেফতার তদন্তের গতিপ্রকৃতি বদলে দিয়েছে৷ পুরসভার দুর্নীতি সামনে এসেছে। খালাসি থেকে মজদুর সব পদেই চাকরি হয়েছে টাকার বিনিময়ে।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

দু' পক্ষের সওয়াল জবাব শুনে আগামী ৫ এপ্রিল পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ যদিও শান্তনু অবশ্য এ দিন আদালত থেকে বেরনোর সময় দাবি করেছেন, 'আমি যদি দোষী হই, তাহলে শাস্তি পাবো৷ নির্দোষ প্রমাণিত হলে আগামী দিনে জানতে পারবেন৷'

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Job Scam: 'রামধনুর খুব কাছে', আদালতে বিস্ফোরক দাবি ইডি-র! প্রভাবশালীদের বুক কাঁপছে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল