০৩১৩১ শিয়ালদহ – গোরখপুর হোলি স্পেশালটি ২২ মার্চ ১৮.১৫ টায় ঘণ্টা (০১ ট্রিপ) শিয়ালদহ থেকে ছাড়বে পরের দিন গোরখপুরে পৌঁছবে। এবং ০৩১৩২গোরখপুর-শিয়ালদহ হোলি স্পেশালটি গোরখপুর থেকে ২৩ মার্চ ১১.৩০ টায় ছাড়বে। পরের দিন ০৬.২৫ টায় শিয়ালদহ পৌঁছাবে৷ স্পেশাল ট্রেনটি বর্ধমান, খনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর থেকে জাসিডিহ স্টেশনে পূর্ব রেলের মধ্যে উভয় দিকেই থামবে।
advertisement
০৩১৩৩ শিয়ালদহ – গয়া হোলি স্পেশালটি ২৪ মার্চ ২১.১৫ টায় ছাড়বে (০১ ট্রিপ)। গয়া পৌঁছাবে পরের দিন ১৪.০০ টায়।০৩১৩৪ গয়া-শিয়ালদহ হোলি স্পেশালটি গয়া থেকে ২৫ মার্চ ১৭.১৫ টায় ছাড়বে। পরের দিন ১০.৫৫ টায় শিয়ালদহ পৌঁছাবে। স্পেশাল ট্রেনটি বর্ধমান, বোলপুর, রামপুর হাট, বারহারওয়া জং, সাহেবহাঞ্জ জং, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর এবং আভাইপুর, পূর্ব রেলের স্টেশন গুলির উভয় দিকে দাঁড়াবে।
০৩১০৩ শিয়ালদহ – পুরী হোলি স্পেশাল ২৮ মার্চ ২৩.৫০ টায় শিয়ালদহ থেকে ছাড়বে (০১ ট্রিপ)। পরের দিন ০৯.৩৫ টায় পুরী পৌঁছবে।০৩১০৪ পুরী-শিয়ালদহ হোলি স্পেশাল পুরী থেকে ২৯ মার্চ ১৫.২৫ টায় ছাড়বে। পরের দিন ০২.০০ টায় শিয়ালদহ পৌঁছাবে।
০৩১৮৫ কলকাতা – জয়নগর হোলি স্পেশাল ২২ মার্চ ২৩.৫৫ টায় (০১ ট্রিপ) কলকাতা ছাড়বে। পরের দিন ১৪.১৫ টায় জয়নগর পৌঁছবে।০৩১৮৬ জয়নগর-কলকাতা হোলি স্পেশালটি জয়নগর থেকে ২৩ মার্চ ১৫.২৫ টায় ছাড়বে। পরের দিন ০৫.১৫ টায় কলকাতা পৌঁছাবে। স্পেশাল ট্রেনটি বর্ধমান, খনা, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর থেকে জাসিডিহ স্টেশনে পূর্ব রেলের মধ্যে স্টেশনগুলিতে উভয় দিকে দাঁড়াবে।
আরও পড়ুনBicycle Smart Lock: আইআইটি খড়গপুরের এক যুগান্তকারী আবিষ্কার, সাইকেল হবে অত্যাধুনিক!
০৩৪৩৫ মালদহ টাউন – আনন্দ বিহার হোলি স্পেশাল মালদহ টাউন থেকে ২৫ মার্চ ও ০১ এপ্রিল ০৯.৩০ টায় (০২ট্রিপ) ছাড়বে।আনন্দ বিহারে পৌঁছাবে পরের দিন ১৪.১০ টায়। ০৩৪৩৬ আনন্দ বিহার থেকে মালদা স্পেশাল ছাড়বে ২৬ মার্চ ও ২ এপ্রিল ১৮.০০ টায় (০২ ট্রিপ)।পরের দিন ২৩.৩০ টায় মালদহ টাউন পৌঁছাবে।স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের নিউ ফারাক্কা, বনডাঙ্গা, বারহারওয়া জং, সাহেবগঞ্জ জং, পিরপাইন্টি, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর জং এবং আভাইপুর স্টেশনে উভয় দিকে থামবে।
০৯০১১ ভালসাড- মালদহ টাউন হোলি স্পেশাল ২১ ও ২৮ মার্চ (০২ ট্রিপ) ২২.০০টায় ভালসাড ছেড়ে যাবে। মালদহ টাউনে পৌঁছাবে তৃতীয় দিন ০৯.৪৫ টায়।০৯০১২ মালদহ – ভালসাড হোলি স্পেশাল ট্রেন ২৪ ও ৩১ মার্চ(০২ ট্রিপ) ০৯.০০ টায় মালদহ টাউন ছাড়বে৷ তৃতীয় দিন ০১.৪৫ টায় ভালসাদে পৌঁছাবে।স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের নিউ ফারাক্কা, বারহারওয়া জং, সাহেবগঞ্জ জং, কাহালগাঁও, ভাগলপুর জং, সুলতানগঞ্জ, জামালপুর জং এবং আভাইপুর স্টেশনে উভয় দিকে থামবে।
বিশেষ ট্রেনগুলিতে জেনারেল কোচ, স্লিপার কোচ এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে।পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, পূর্ব রেলের হোলি উৎসবের সময় এই বিশেষ ট্রেনগুলি বাংলার ভ্রমণ উৎসাহীদের জন্য সুবিধা হবে।স্পেশাল ট্রেনগুলির বুকিং এখনও শুরু হয়নি। দ্রুত অরেলের পক্ষ থেকে বুকিং শুরু করা হবে।
হরষিত সিংহ