যদিও পুজো অনুদান দেওয়ার ক্ষেত্রে ছ'টি শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ এর ফলে প্রায় তেতাল্লিশ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য সরকার৷ যদিও কোন ছ'টি শর্তসাপেক্ষে এই অনুদান দেওয়া যাবে, তা বিশদে ব্যাখ্যা করেননি প্রধান বিচারপতি৷ হাইকোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ নির্দেশ আপলোড হলেই তা জানা যাবে৷ অনুদানের টাকা কীভাবে ব্যবহার করা হবে, মূলত সেই গাইডলাইনই এই ছ'টি শর্ত বেঁধে দিয়েছেন দুই বিচারপতি৷
advertisement
এ বছর দুর্গা পুজোর আয়োজনের জন্য পুজো কমিটিগুলির অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজোয় অনুদান দেওয়ার এই বিজ্ঞপ্তি বাতিলের জন্য কলকাতা হাইকোর্টে মোট পাঁচটিজনস্বার্থ মামলা দায়ের হয়৷ যদিও এ দিনের নির্দেশে সেই আর্জি খারিজ হয়ে গেল৷
আরও পড়ুন: পদ খোয়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালী চক্রবর্তীর পুনবর্হাল নিয়ে বড় রায় হাইকোর্টের
এ দিন হাইকোর্ট পুজো অনুদান দেওয়ার ক্ষেত্রে যে ছ'টি শর্ত বেঁধে দিয়েছে, সেগুলি হল-
১) চলতি বছরের ৬ সেপ্টেম্বর রাজ্যের নির্দেশিকা অনুযায়ী উল্লেখিত ক্লাব বা পুজো কমিটি চলতি বছরের জন্য অনুদান পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত হবে। তার বাইরে কেউ নয়।
২)বিগত বছরের ইউটিলাইজেশন সার্টিফিকেট ছাড়া কোনও পুজো কমিটি/ক্লাব কে অনুদান দেওয়া যাবে না। আদালতের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিগত বছরের যে সমস্ত পুজো কমিটি বা ক্লাব অনুদানের টাকা ব্যবহারের শংসাপত্র (ইউটিলাইজেশন) পেশ করেছে তারাই পাবে চলতি বছরের জন্য পুজো অনুদান। অর্থাৎ, বিগত পুজো অনুদানের শংসাপত্র পেশ না করলে চলতি বছরে কোনও অনুদান নয়।
৩) পুজো অনুদানের টাকা পুরোপুরি জনগণের হিতার্থে ব্যবহারের জন্য সম্পূর্ণ দায়বদ্ধ থাকবে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশ।
৪) পুজো অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের আগের দেওয়া নির্দেশ মেনেই চলতি বছরেও কাজ করবে রাজ্য।
৫) চলতি বছরের জন্য পুজো অনুদান ব্যবহারের শংসাপত্র ১৫ নভেম্বর মধ্যে মহকুমাশাসক কার্যালয় এবং কলকাতার ক্ষেত্রে নির্দিষ্ট করে দেওয়া আধিকারিকের দফতরে পেশ করতে হবে।
৬) চলতি বছরে পুজো অনুদান টাকা ব্যবহার সংক্রান্ত বিশদ রিপোর্ট ১৫ ডিসেম্বরের মধ্যে হাই কোর্টে জমা করতে হবে রাজ্যকে।
