পদ খোয়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালী চক্রবর্তীর পুনবর্হাল নিয়ে বড় রায় হাইকোর্টের

Last Updated:

Calcutta University: ২০২১ সালের ২৭ অগাস্ট সোনালী চক্রবর্তীকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

পদে থাকছেন না সোনালী চক্রবর্তী
পদে থাকছেন না সোনালী চক্রবর্তী
#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালী চক্রবর্তীর পুনবর্হালের সিদ্ধান্ত বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। রাজ্যের কোনও এক্তিয়ার নেই এইভাবে উপাচার্য নিয়োগ বা পুনর্নিয়োগ করার। ২৭ অগাস্ট ২০২১ সালের বিজ্ঞপ্তি বাতিল করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
২০২১ সালের ২৭ অগাস্ট সোনালী চক্রবর্তীকে পুনরায় উপাচার্য পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। এর ফলে সোনালীদেবী ওই পদে থাকতে পারবেন না। হাইকোর্টের বক্তব্য, রাজ্য সরকারের এক্তিয়ার নেই উপাচার্য নিয়োগের।
advertisement
advertisement
২০২১ সালের অগস্ট মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেই সময়ে রাজ্যপাল তথা আচার্য জগদীপ ধনকড় এই নিয়োগে অনুমতি দেননি। রাজভবনের সিলমোহর ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করেছিল রাজ্য সরকার।
এরপরই হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের করে বলা হয়েছিল, এই নিয়োগ বেআইনি। রাজভবনকে এড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করার অর্থ সাংবিধানিক পদ, প্রতিষ্ঠানকে সরাসরি অস্বীকার করা। মামলাকারীর আবেদনে উল্লেখ করা হয়, একটা গনতান্ত্রিক দেশের রাজ্য সরকার যদি সাংবিধানিক বিধিকে লঙ্ঘন করে, রাজ্যপাল তথা রাজভবনকে পাশ কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় পছন্দের লোক বসায়, তাহলে সেখানে সংকট অনিবার্য।
advertisement
এ নিয়ে দীর্ঘ শুনানি হয় কলকাতা হাইকোর্টে। এরপর মঙ্গলবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে খারিজ করে দিল। আদালত স্পষ্ট করেই বলেছে, এইভাবে বিশ্ববিদ্যালয়ের মাথায় পছন্দের লোক বসানো যায় না।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পদ খোয়ালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সোনালী চক্রবর্তীর পুনবর্হাল নিয়ে বড় রায় হাইকোর্টের
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement