আরও পড়ুন: ঘুষ কাণ্ডে গৃহযুদ্ধ! নিজেদের অফিসারকেই গ্রেফতার করল CBI
তিন বছরেই হিট বিসর্জন কার্নিভ্যাল। এবারের অনুষ্ঠানে অংশ নিচ্ছে কলকাতার পঁচাত্তরটি নামী পুজো কমিটি। মঙ্গলের বিকেলে শোভাযাত্রা শুরু হবে সাড়ে চারটে নাগাদ। ফোর্ট উইলিয়ামের দিক থেকে প্রতিমা আর সুসজ্জিত ট্যাবলো নিয়ে এগিয়ে আসবেন পুজোর উদ্যোক্তারা। রেড রোডের ঠিক মাঝামাঝি, মূল মঞ্চের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান পেশের জন্য দেড়-দু মিনিট সময়ও পাবেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: NRC তালিকায় নাম, অসমে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষক
কার্নিভ্যাল ঘিরে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তা নিয়ে সতর্ক প্রশাসন। সোমবার এ নিয়ে একটি বৈঠকও হয়। তাতে পুলিশ কর্তারা ছাড়াও পূর্ত, পর্যটন ও তথ্যসংস্কৃতি দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘বিরোধীদের শেষ করার চক্রান্ত চলছে’, লাভপুরে দলীয় কর্মীর মৃত্যুতে মন্তব্য দিলীপের
ক'দিন আগেই, লন্ডনে টেমস তীরের পর্যটন উৎসবে হাজির হয়েছিল বাংলা। সেখানে দুর্গাপুজোর প্রচার করেছিলেন রাজ্যের প্রতিনিধিরা। এবার তাই বিসর্জন কার্নিভ্যাল দেখতে কলকাতায় আসছেন লন্ডনের অতিথিরা। বিদেশি পর্যটকদের পাশাপাশি উপস্থিত থাকছেন ইস্কনের সদস্যরাও।