NRC তালিকায় নাম, অসমে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষক

Last Updated:

গত ৩০ জুলাই NRC খসড়া প্রকাশিত হয় অসমে৷ দেশে থেকে রাতারাতি বিদেশি হয়ে যাওয়ার ভয় ও অপমানে এই নিয়ে ৩টি আত্মহত্যার ঘটনা ঘটল অসমে৷ শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে আইনজীবী হিসেবেই প্র্যাক্টিস করতেন তিনি৷

#শিলচর: অসমে জাতীয় নাগরিক পঞ্জির (NRC) খসড়ায় তাঁর নাম ছিল৷ অপমানে আত্মহত্যা করলেন অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক৷ গুয়াহাটির কাছে মঙ্গলদয়ের বাসিন্দা নিরোদকুমার দাস রবিবার সকালে আত্মঘাতী হন৷
গত ৩০ জুলাই NRC খসড়া প্রকাশিত হয় অসমে৷ দেশে থেকে রাতারাতি বিদেশি হয়ে যাওয়ার ভয় ও অপমানে এই নিয়ে ৩টি আত্মহত্যার ঘটনা ঘটল অসমে৷ শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পরে আইনজীবী হিসেবেই প্র্যাক্টিস করতেন তিনি৷
পরিবারের লোকেরা জানিয়েছেন, এনআরসি-তে নাম থাকার পর থেকেই অবসাদ ও অপমানে ভুগতেন তিনি৷ রবিবার সকালে মর্নিংওয়াক সেরে বাড়ি ফিরে নিজের ঘরের দরজা বন্ধ করে দেন৷ অনেক ক্ষণ না বেরনোয় পরিবারের সদস্যরা দরজা ভাঙেন৷ দেখা যায়, সিলিং ফ্যান থেকে ঝুলছে নিরোদের দেহ৷
advertisement
advertisement
৭৪ বচর বয়সি ওই শিক্ষক সুইসাইড নোটে লিখেছেন, এনআরসি প্রকাশিত হওয়ার পর থেকেই বিদেশি হয়ে যাওয়ার অপমান ও মানসিক যন্ত্রণা আর সহ্য করতে পারছিলেন না৷
আরও ভিডিও: অসম এনআরসি-র প্রতিবাদে শিয়ালদহে অবরোধ মতুয়াদের
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NRC তালিকায় নাম, অসমে আত্মঘাতী অবসরপ্রাপ্ত শিক্ষক
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement