ঘুষ কাণ্ডে গৃহযুদ্ধ! নিজেদের অফিসারকেই গ্রেফতার করল CBI
Last Updated:
অভিযোগ, মাংস ব্যবসায়ী মইন কুরেশি-র কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেন আস্থানা। এই অভিযোগের তদন্ত করছিলেন দেবেন্দ্র কুমার৷ যার নির্যাস, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে সিবিআই-এর অন্দরে৷
#নয়াদিল্লি: ঘুষ কাণ্ডে গ্রেফতার করা হল সিবিআই-এর ডিএসপি (ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ) দেবেন্দ্র কুমারকে৷ সিবিআই-এর সেকেন্ড-ইন-কম্যান্ড রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির মামলায জড়িত থাকার অভিযোগে সোমবারই ডিএসপি কুমারকে হাতকড়া পরায় সিবিআই৷
ঘুষ নেওয়ার অভিযোগে ১৫ অক্টোবর সিবিআই তাদের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার নামে এফআইআর দায়ের করে৷ অভিযোগ, মাংস ব্যবসায়ী মইন কুরেশি-র কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেন আস্থানা। এই অভিযোগের তদন্ত করছিলেন দেবেন্দ্র কুমার৷ যার নির্যাস, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে সিবিআই-এর অন্দরে৷
মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রাকেশ আস্থানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে৷ দেবেন্দ্র কুমারের বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার ফলে,
advertisement
advertisement
আরও বিপাকে পড়লেন রাকেশ৷
অভিযোগ, রাকেশ আস্থানার নির্দেশেই সিবিআইয়েরই ডিএসপি দেবেন্দ্র কুমার চলতি বছরের ২৬ সেপ্টেম্বর হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানার একটি বিবৃতি রেকর্ড করেন৷ দেবেন্দ্র কুমার তাঁর রিপোর্টে জানান, ওই ব্যবসায়ীকে দিল্লিতে ডেকে বয়ান রেকর্ড করানো হয়েছিল৷ এখন আস্থানা ও তাঁর ঘনিষ্ঠ অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে৷ যদিও আস্থানা বলেছেন, তাঁকে ইচ্ছা করেই ফাঁসানো হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে৷
advertisement
Location :
First Published :
October 22, 2018 8:52 PM IST