ঘুষ কাণ্ডে গৃহযুদ্ধ! নিজেদের অফিসারকেই গ্রেফতার করল CBI

Last Updated:

অভিযোগ, মাংস ব্যবসায়ী মইন কুরেশি-র কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেন আস্থানা। এই অভিযোগের তদন্ত করছিলেন দেবেন্দ্র কুমার৷ যার নির্যাস, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে সিবিআই-এর অন্দরে৷

#নয়াদিল্লি: ঘুষ কাণ্ডে গ্রেফতার করা হল সিবিআই-এর ডিএসপি (ডেপুটি সুপারিটেন্ডেন্ট অফ পুলিশ) দেবেন্দ্র কুমারকে৷ সিবিআই-এর সেকেন্ড-ইন-কম্যান্ড রাকেশ আস্থানার বিরুদ্ধে দুর্নীতির মামলায জড়িত থাকার অভিযোগে সোমবারই ডিএসপি কুমারকে হাতকড়া পরায় সিবিআই৷
ঘুষ নেওয়ার অভিযোগে ১৫ অক্টোবর সিবিআই তাদের স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার নামে এফআইআর দায়ের করে৷ অভিযোগ, মাংস ব্যবসায়ী মইন কুরেশি-র কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেন আস্থানা। এই অভিযোগের তদন্ত করছিলেন দেবেন্দ্র কুমার৷ যার নির্যাস, গৃহযুদ্ধ বেঁধে গিয়েছে সিবিআই-এর অন্দরে৷
মিথ্যা বয়ান দেওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে রাকেশ আস্থানার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেবেন্দ্র কুমারের বিরুদ্ধে৷ দেবেন্দ্র কুমারের বেশ কয়েকটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার ফলে,
advertisement
advertisement
আরও বিপাকে পড়লেন রাকেশ৷
অভিযোগ, রাকেশ আস্থানার নির্দেশেই সিবিআইয়েরই ডিএসপি দেবেন্দ্র কুমার চলতি বছরের ২৬ সেপ্টেম্বর হায়দরাবাদের ব্যবসায়ী সতীশ সানার একটি বিবৃতি রেকর্ড করেন৷  দেবেন্দ্র কুমার তাঁর রিপোর্টে জানান, ওই ব্যবসায়ীকে দিল্লিতে ডেকে বয়ান রেকর্ড করানো হয়েছিল৷ এখন আস্থানা ও তাঁর ঘনিষ্ঠ অফিসারের বিরুদ্ধে ব্যবসায়ীর কাছ থেকে ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে৷ যদিও আস্থানা বলেছেন, তাঁকে ইচ্ছা করেই ফাঁসানো হয়েছে৷ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ঘুষ কাণ্ডে গৃহযুদ্ধ! নিজেদের অফিসারকেই গ্রেফতার করল CBI
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement