TRENDING:

Durga Puja 2021: জীবনে কত রকম ঘুড়ি আপনি দেখেছেন? এবার পুজোয় এই মণ্ডপে গিয়ে মিলিয়ে নিন...

Last Updated:

শুধু বিশ্বকর্মা নয় সরস্বতী পুজো ক্ষত্রিয়া আর ভারতবর্ষ জুড়ে নানান পার্বণে রংবেরঙের ঘুড়ির খেলা আকাশে (Durga Puja 2021)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জানেন কি ঘুড়ির জন্ম কোথায়?? শুধু কি বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানো হয়! জীবনে কত রকম ঘুড়ি আপনি দেখেছেন?? ঘুড়ি সম্পর্কে এরকম নানান কৌতুহল থাকলে একবার পরিবারের শিশুটিকে সঙ্গে করে ঘুরে যেতে পারেন পাথুরিয়াঘাটা সম্মিলিত মালাপাড়া সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে (Durga Puja 2021)।
advertisement

.

.

.

.

advertisement

মালাপাড়ায় এবার খেলা হবে! তবে এ খেলা রাজনৈতিক নয় বা ক্রিকেট ফুটবলের মত ময়দানের খেলা নয়। বাড়ির ছাদে সপরিবারে খেলার আইটেম। পাথুরিয়াঘাটা সম্মিলিত মালাপাড়া সার্বজনীন দুর্গোৎসব এর আয়োজন করে মালাপাড়া অ্যাথলেটিক ক্লাব। তাই খেলা তো এবার হবে তবে পুজোর থিম ভাবনায় "রংবেরঙের মেলা/ এবার হবে ঘুড়ির খেলা" (Durga Puja 2021)। পেটকাটি চাঁদিয়াল তো থাকবেই। পেল্লাই মাপের ঘুড়ির সঙ্গে থাকবে পেল্লাই মাপের লাটাই। যে লাটাই কি না আবার নিজে থেকেই ঘুরবে।

advertisement

আরও পড়ুন: মায়াময় বিশ্বে মায়াই তৈরি করে বিভ্রম, পুজোয় মাস্টারদা স্মৃতি সংঘে নয়া আর্ট ফর্ম!

বিরাট মাপের ঘুরিতে কোথাও স্বামী বিবেকানন্দ আবার কোথাও মাদার টেরিজার মুখের ছবি। মনীষীদের পাশাপাশি থাকবে ক্রিকেট আইকন বিরাট কোহলি থেকে ফুটবলের যুবরাজ মারাদোনা। উদ্যোক্তাদের দাবি প্রায় ৩ হাজার বছর আগে নাকি চিনে ঘুড়ির প্রথম উৎপত্তি হয়েছিল। তবে ইউরোপে ঘুড়ির প্রচলন ২০০০ বছরের কম সময়ে। ভারত ছাড়াও উপমহাদেশে এই ঘুড়ি ওড়ানো জনপ্রিয় খেলা। শুধু বিশ্বকর্মা নয় সরস্বতী পুজো ক্ষত্রিয়া আর ভারতবর্ষ জুড়ে নানান পার্বণে রংবেরঙের ঘুড়ির খেলা আকাশে (Durga Puja 2021)।

advertisement

বিশ্বজিৎ সাহা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Durga Puja 2021: জীবনে কত রকম ঘুড়ি আপনি দেখেছেন? এবার পুজোয় এই মণ্ডপে গিয়ে মিলিয়ে নিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল