আরেক বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের হুঁশিয়ারি,'রাজ্য পুলিশের তদারকিতে পঞ্চায়েত ভোট হলে রক্তগঙ্গা বয়ে যাবে'। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে যদি শাসক দল তৃণমূল হিংসার আশ্রয় নেয় তবে মারের বদলা মারের নিদান দিয়েছেন অগ্নিমিত্রা পালও।
আরও পড়ুন : সৌগতর 'বোমা' বাক্যে ফের 'বিস্ফোরণ'! তৃণমূলকে নিশানা করে একযোগে আক্রমণে সুকান্ত-সুজন
advertisement
দলের সাংসদ লকেট এবং বিধায়ক অগ্নিমিত্রার 'হিংসা'-এর বক্তব্যকে কার্যত সমর্থন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। লকেট চট্টোপাধ্যায়ের নিদান প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন,' যদি কেউ মারতে আসে তাহলে দাঁড়িয়ে মার খাব না আমরা। মহাভারতের যুদ্ধের প্রসঙ্গ টেনে দিলীপের মন্তব্য, 'ভগবান কৃষ্ণ শান্তি করার অনেক চেষ্টা করেছিলেন, যখন হল না, তখন যুদ্ধ। আমাদের বাঁচার অধিকার আছে, নির্বাচন লড়ার অধিকার আছে, ভোট লড়ার এবং গণতন্ত্রকে বাঁচাবার অধিকার আছে, সেই জন্য যে রাস্তার প্রয়োজন হবে সেই রাস্তাতেই আমরা হাঁটব'।
আরও পড়ুন : মাত্র ৪৫০ টাকার জন্য পিটিয়ে খুন শহরের বুকে! গ্রেফতার তিন
আর অগ্নিমিত্রা পালের হুশিয়ারি প্রসঙ্গে দিলীপ ঘোষ বললেন, 'ঠিকই বলেছেন । ২০১৮ তে যা বলেছিল, রেকর্ড হয়ে যাবে খুনোখুনির, সে জন্য তৃণমূল সেটাই চাইছে। ভয় দেখিয়ে কিম্বা পুলিশ ছাড়া কোনও ভোট তৃণমূল জিততে পারবে না। তবে এবারের পঞ্চায়েত ভোটে আমরা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করব'।
গেরুয়া শিবিরের এই হুমকি, হুঁশিয়ারি, নিদান প্রসঙ্গে শাসক দলের তরফে হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, 'শান্তির বদলে শান্তি। সরকার সব সময় শান্তিতেই ভোট করাতে চায়'। পাশাপাশি ফিরহাদ হাকিম বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন ,' শান্তিতে ভোট করাতে চাইলে আমিও শান্তিতে ভোট করাব। সরকার আমাদের। কিন্তু কেঁচো হয়ে যদি তুমি লাফাও তাহলে সাপ হয়ে আমি কখনোই ফণা তুলবো না। উস্কানি দেওয়া বন্ধ করুন। বাংলায় পঞ্চায়েত নির্বাচন শান্তিতেই হবে'।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী